বিশ্বনাথ থানায় কার্যক্রম চলছে, তবে নেই কোনো গাড়ি!
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৪ ইং, ৯:২৩ অপরাহ্ণ | সংবাদটি ৯৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে পুলিশ সদস্যদের কোথাও যাওয়ার জন্য কোনো গাড়ি নেই। এখনো স্বাভাবিকভাবে মাঠে ফিরতে পারেনি পুলিশ। কার্যক্রম আটকে আছে অভ্যন্তরীণ সেবাতেই। জননিরাপত্তা নিশ্চিত করতে কর্ম তৎপরতা থাকলেও মাঠ পর্যায়ে কাজ করতে সমস্যা হচ্ছে। মামলার তদন্ত ও কিংবা আসামি গ্রেপ্তারেও আগের মতো পুলিশের ভূমিকা চোখে পড়ছে না। বিশ্বনাথ উপজেলার লোকসংখ্যা প্রায় তিন লাখ। রয়েছে ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা। পুলিশকে সহায়তায় এখনও থানায় অবস্থান করছে সেনাবাহিনী। এখনো টহলে রয়েছেন তাঁরা। সল্পপরিসরে মানুষের মাঝে স্বস্তি ফিরে এলেও পুলিশ মাঠ পর্যায়ে আগের মতো সেবা দিতে পারছে না গাড়ির না থাকার কারণে।
জানা গেছে, ছাত্র-জনতার গণআন্দোলনে ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিকেলে বিশ্বনাথ থানায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট করে। এসময় জীবন বাঁচাতে থানা থেকে পালিয়ে যায় পুলিশ সদস্যরা। থানার সব গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। লুটে নেওয়া হয় মূল্যবান জিনিষপত্রসহ থানার আগ্নেয়াস্ত্র। ইতিমধ্যে কয়েকটি লুঠ হওয়া অস্ত্র উদ্ধার হয়েছে। থানার ভেতরে এখনো রয়ে গেছে ধ্বংস হওয়া গাড়িগুলো। সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় ও প্রয়োজনীয় লজিস্টিক, আসবাবপত্রসহ সব সরঞ্জামাদি ধ্বংসপ্রাপ্ত হওয়ায় থানার কার্যক্রম সীমিত পরিসরে চলছে। তবে বিভিন্ন অভিযোগ আর সমস্যা নিয়ে যারা আসছেন তাদের থানার ভেতরে বসে যতটা সম্ভব সেবা দেওয়া হচ্ছে।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তি বলেন, শঙ্কা কাটিয়ে ধীরে ধীরে সচল হয়েছে থানার কার্যক্রম। সব গাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সব কিছু স্বাভাবিক হতে হয়তো একটু সময় লাগছে। তবে গাড়ি থাকলে মাঠ পর্যায়ে দ্রæত সেবা দেওয়া সম্ভব হতো।কিন্তু থানার গাড়ি না থাকায় ভাড়ায় সিএনজি দিয়ে পুলিশি টহল অব্যাহত রয়েছে। জিডি ও মামলা নেওয়া হচ্ছে।