দৌলতপুর দাখিল মাদ্রাসায় গোলজার খানের ৪০ হাজার টাকা অনুদান প্রদান
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৪ ইং, ৭:০৪ অপরাহ্ণ | সংবাদটি ২০ বার পঠিত
সংবাদদাতা:: বিশ্বনাথে ঐতিহ্যবাহী দৌলতপুর ইসলামিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসায় কম্পিউটার ল্যাবে কম্পিউটার ক্রয়ের জন্য নগদ ৪০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন যুক্তরাজ্যের ব্রিকলেইনের বিশিষ্ট ব্যবসায়ী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক, বিশ্বনাথ ইউনিয়ন ট্রাস্টের সাধারণ সম্পাদক, সমাজসেবক গুলজার খান। শনিবার মাদ্রাসা পরিদর্শন শেষে মাদ্রাসা পরিচালনা কমিটির কাছে নগদ ৪০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন। তাঁর এ দানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মাদ্রাসা পরিচালনা কমিটিসহ প্রবাসীবৃন্দ।
দৌলদপুর দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা পরিদর্শনের সময় গোলজার খানের সাথে ছিলেন মাদ্রাসা বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী শানুর আলী, প্রবাসী মকসুদ আহমদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী ছাত্র, গ্রামের কৃতি সন্তান নাজিম উদ্দীন সিহাব, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মখলিছুর রহমান, সহসেক্রেটারি হাফিজ জাহেদুল ইসলাম জুয়েল, ক্যাশিয়ার ক্বারী আব্দুস সালাম সুহেল, সদস্য মানিক মিয়া, আওলাদ মিয়াসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
মাদ্রাসা পরিদর্শনের পূর্বে সমাজসেবক গোলজার খান মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও মাদ্রাসা সুপার মাওলানা মো. মিজানুর রহমান সাথে মাদ্রাসার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনা করেন।