বিশ্বনাথ থেকে পালিয়ে গেলেন মাদ্রাসার সুপার : ইউএনও বরাবরে এলাকাবাসীর অভিযোগ
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ইং, ৭:১৯ অপরাহ্ণ | সংবাদটি ৯২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে রামপাশা ইউনিয়নের আমতৈল পঞ্চগ্রাম মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রায়হানউদ্দিন পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি গত ৩১ আগস্ট সন্ধ্যায় স্ব-পরিবারে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে জানাগেছে। এমন অভিযোগ এনে আজ মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
অভিযোগে এলাকাবাসী উল্লেখ করেছেন, ১লা সেপ্টেম্বর বৃহত্তর আমতৈল গ্রামের পঞ্চায়েতের সকল পদের নিয়োগ বানিজ্যের ফলে তাঁর আত্মসাৎকৃত অর্থের হিসাব প্রদানের জন্য উপস্থিত থাকার কথা ছিল। তাঁর বিরুদ্ধে কোটি টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে। তিনি পালিয়ে যাওয়ার প্রেক্ষিতে সুষ্ঠভাবে মাদ্রাসা পরিচালনার জন্য সভাপতি হিেেসবে ব্যবস্থা গ্রহন প্রয়োজন বলে লিখিত অভিযোগে উল্লেখ করেন এলাকাবাসী।
এব্যাপারে আমতৈল পঞ্চগ্রাম মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রায়হানউদ্দিন মুঠোফোনে বারবার যোগাযোগ করে বন্ধ পাওয়া যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, বিষয়টি আমি খতিয়ে দেখব।