বিশ্বনাথে ইলিয়াস সন্ধান দাবিতে ফের মাঠে নামছে বিএনপির সহযোগি সংগঠন
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ইং, ৩:৫১ অপরাহ্ণ | সংবাদটি ৮৯ বার পঠিত
মোহাম্মদ আলী শিপন:: কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলী নিখোঁজের ১ যুগ ৫ মাস পূর্ণ হচ্ছে আজ মঙ্গলবার। ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ঢাকার বনানী থেকে ব্যক্তিগত গাড়ীচালক আনসার আলীসহ রহস্যজনকভাবে নিখোঁজ হন বিএনপির প্রভাবশালী নেতা ইলিয়াস আলী। এরপর দেশব্যাপী গড়ে উঠে কঠোর আন্দোলন। ইলিয়াসের ভালবাসায় প্রাণ দেন বিশ্বনাথের তিন বিএনপি কর্মী। ফিরে পাওয়ার আন্দোলন করতে গিয়ে হামলা-মামলার শিকার হন হাজার হাজার বিএনপি-জামায়াত কর্মী ও সাধারণ মানুষ। মামলায় কারাবরণ করেন বিএনপি নেতাকর্মীসহ শত শত সাধারণ মানুষ। তবুও আন্দোলন থেকে পিছু হঠেনি ইলিয়াস প্রেমিরা। ২০১২ সালের ২৩ এপ্রিল রণক্ষেত্রে পরিণত হয় বিশ্বনাথ উপজেলা সদর। সারা দেশে আতঙ্কের জনপদ হিসেবে পরিচিতি পায় এই উপজেলা। সেদিন ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আন্দোলন করতে গিয়ে ত্রি-মুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান জাকির, মনোয়ার ও সেলিম নামের তিন ইলিয়াস সমর্থক। কিন্তু একে একে নিখোঁজের দীর্ঘ ১২ বছর ৫ মাস পূর্ণ হলেও আজ পর্যন্ত তার কোনো সন্ধান দিতে পারেনি দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপরও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াসের জন্য অন্তহীন অপেক্ষা চলছে বিশ্বনাথবাসীর। সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান মারা যাওয়ার পর ইলিয়াস আলী হয়ে উঠেন সিলেট বিএনপির একমাত্র কান্ডারী। শুধু সিলেট নয়, গোটা বিভাগের একজন অভিভাবক হিসেবে তিনি নেতৃত্ব দিয়েছেন। এ অবস্থায় পরিবার থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের মাঝে অসস্তোষ বিরাজ করছে। আজও জানা যায়নি তিনি কোথায়? তদুপরী তাঁর নির্বাচনী এলাকা বিশ্বনাথ ও ওসমানীনগর বিএনপি-অঙ্গসংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ এখনো বিশ্বাস করেন ইলিয়াস আলী জীবিত ও সুস্থ অবস্থায় আবার জনতার মাঝে ফিরে আসবেন। ইলিয়াসকে ফিরে পেতে আন্দোলনের নানা কর্মসূচী ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছেন তারা। বেশ কয়েক মাস ধরে ইলিয়াস আলীর সন্ধান দাবিতে মাঠ ছাড়া হয়ে পড়ে বিশ্বনাথ বিএনপি। তবে ইলিয়াসের সন্ধান কামনায় প্রতি মাসের ১৭ তারিখ স্থানীয় বিএনপি আলোচনা সভা ও দোয়া মাহিফল অনুষ্ঠান পালন করে আসছে। দীর্ঘদিন পর ইলিয়াসের সন্ধান দাবিতে ফের মাঠে নামছে বিশ্বনাথ বিএনপি ও সহযোগি সংগঠন। আগামী বুধবার উপজেলা, পৌর যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের ব্যানারে ইলিয়াস আলী সন্ধান দাবিতে গণসমাবেশের আয়োজন করা হয়েছে। পৌর শহরের নতুন বাজারস্থ সোনালী ব্যাংকের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর। সমাবেশ সফলের লক্ষে গত দুই দিন ধরে উপজেলার বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়। ইতি মধ্যে সমাবেশ সফলের লক্ষে প্রস্তুতি সভা করা হয়েছে। সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করবেন বলে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতারা জানিয়েছেন।
এব্যাপারে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ বলেন, আমাদেও নেতা ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার আন্দোলন ফের অব্যাহত রাখার জন্য গণসমাবেশের আয়োজন করা হয়েছে। দলের তৃণমূল নেতাকর্মীর মতামতের ভিত্তিত্বে আজ বুধবার কোটি মানুষের নেতা ইলিয়াস আলীর সন্ধান দাবিতে মিছিল অনুষ্ঠিত হবে। এতে কয়েক হাজার নেতাকর্মীর সমাগম ঘটবে বলে তিনি জানান।
পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন বলেন, আগামী কাল বুধবার বেলা ২টায় কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে পৌর শহরে গণসমাবেশ আয়োজন করা হয়েছে। এতে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতি ঘটবে বলে আমরা মনে করি।
উপজেলা যুবদলের আহবায়ক শামছুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীর সন্ধান পাওয়া যাচ্ছেনা। নেতাকে (ইলিয়াস আলী) ফিরে পেতে ফের মাঠে নামছি আমরা। যতদিন পর্যন্ত কোটি মানুষের নেতা ইলিয়াস আলীকে ফিরে পাওয়া যাবেনা, তত পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।