বিশ্বনাথে পূজা মন্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৪ ইং, ১১:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ৪৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শনিবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে বিশ্বনাথ পৌর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বিভিন্ন পূজা মন্ডপে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবক টিমসহ মন্ডপের পরিবেশগত বিভিন্ন দিক পরিদর্শন শেষে মন্ডপের পরিদর্শন বহিতে প্রেসক্লাবের সকল সাংবাদিকদের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক অভিমত লিপিত করে স্বাক্ষর করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাধারণ সম্পাদক শিপন আহমদ, কার্য-নির্বাহী সদস্য তজম্মুল আলী রাজু, সদস্য আব্দুস সালাম মুন্না, সুজিত দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, বিশ্বনাথ সদর দূর্গাপূজা কমিটির সভাপতি সুব্রত ধর বাপ্পি, সাধারন সম্পাদক রিপন দাস, শ্রী শ্রী শনি মন্দির দূর্গাপূজা কমিটির সভাপতি বিজয় চন্দ্র দে, সাধারন সম্পাদক কানু রঞ্জন দে, সংগঠক দিলোয়ার হোসেন, আনছার আলী।
উল্লেখ্য,সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব। বিশ্বনাথ উপজেলার ২৫টি পূজা মন্ডপে চলছে উৎসবমূখর পরিবেশে দূর্গোৎসব।