বিশ্বনাথে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৪ ইং, ১১:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ৮২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সুনন্দা রায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কাজ ও প্রশাসনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের মতাম শোনেন। ইউএনও বিশ্বনাথের উন্নয়নের জন্য সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং তাদের সহযোগিতার আহ্বান জানান।
ইউএনও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সঠিক সংবাদ প্রচারের মাধ্যমে জনগণের সচেতনতা বাড়ানো এবং প্রশাসনের সঙ্গে একটি সেতুবন্ধন তৈরি করা সম্ভব। উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামোগত উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের জন্য তার পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে চাই। জনগণ যাতে উপজেলায় সেবা নিতে এসে কোন ধরনের হয়রানি না হয় এবং কাঙ্খিত সেবা পায় সে ব্যাপারে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। সকলের সহযোগিতায় উপজেলা পরিষদ একটি জনবান্ধব উপজেলা পরিষদ হিসেবে পরিচিতি পাবে।
তিনি বলেন, প্রতারিত না হয়ে সঠিক দামে পন্য ক্রয় করার জন্য প্রত্যেক দোকানে গিয়ে মূল্য তালিকা চেক করে পণ্য ক্রয় করুন। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং অব্যাহত থাকবে। পৌরসভার পক্ষ থেকে স্ব-ইচ্ছায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য মাইকিং করার কারণে বিদেশ (যুক্তরাজ্য) থেকেও ফোন করে আমাদেরকে বলে এতে নাকি তাদের সম্মানে আঘাত আসছে। পৌরসভায় জনপ্রতিনিধি না থাকার কারণে পৌরবাসীকে কাঙ্খিত সেবা দিতে অনেক সমস্যা হচ্ছে, বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করেছি।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাধারণ সম্পাদক শিপন আহমদ, নির্বাহী সদস্য কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী, প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য আহমদ আলী হিরণ, বিশ্বনাথ মডেল বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, বর্তমান সাধারণ সম্পাদক নবীন সুহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামাল মিয়া, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, সদস্য শহিদুর রহমান, নূর উদ্দিন, শফিকুল ইসলাম সফিক, আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মিজবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, প্রচার সম্পাদক মোশাহিদ আলী, সদস্য রুহেল উদ্দিন, সালেহ আহমদ সাকি, বদরুল ইসলাম মহসিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সদস্য মশিউর রহমান, কামরুল আশিকী, রাজা মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।