স্বামীর বাড়ি থেকে ডাক্তারে যাবার কথা বলে গৃহবধূ উধাও!
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৪ ইং, ১০:১৩ অপরাহ্ণ | সংবাদটি ৮৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে দুুই শিশুকে সন্তানকে নিয়ে লেবানন প্রবাসীর স্ত্রী হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২১ অক্টোবর) দুপুুুরে উপজেলার দশঘর ইউনিয়নের বরুনী গ্রামের স্বামীর বাড়ি থেকে ডাক্তারে যাবার কথা বলে ওই গৃহবধূ উধাও হয়ে যান। স্বামী প্রবাসে থাকায় এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরির আবেদন করেন দেবর আবদুুর রউফ রাফি।
সূত্র জানায়, প্রায় ৭-৮ বছর আগে উপজেলার দশঘর ইউনিয়নের বরুনী গ্রামের মৃত ওয়ারিছ আলীর ছেলে আদিল আহমদের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় একই উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তালিবপুর গ্রামের মানিক মিয়ার মেয়ে ফাতিহা আক্তার ইমার। তাদের ৭ বছর বয়সি ছেলে ও ৪ বছর বয়সি এক কন্যা সন্তান রয়েছে। প্রায় ৭-৮ মাস পূর্বে সংসারের স্বচ্ছলতা ফেরাতে প্রবাসে (লেবানন) পাড়ি জমান আদিল। এ কয়দিনে পরকীয়া সর্ম্পকে জড়িয়ে পড়েন স্ত্রী ফাতিহা। ঘটনার দিন বাড়ি থেকে ডাক্তার দেখার কথা বলে কৌশলে দুই সন্তান নিয়ে বের হন তিনি। বিশ্বনাথ পৌরশহরে ডাক্তাররের সিরিয়ালও নেন এক দেবরের মাধ্যমে। এসময় স্বামীর পরিবারের অন্যান্য সদস্যদের মোবাইল ফোনে বিভিন্ন মিথ্যে কথা বলে বিভ্রান্ত করেন। এক পর্যায়ে সাথে থাকা দুঃসম্পর্কের দেবরকে ফাাঁকি দিয়ে সন্তান নিয়ে চেম্বার ত্যাগ করেন তিনি। পরে আর কোথাও খুঁজে পাওয়া য়ায়নি তাকে। বন্ধ পাওয়া যায় ব্যবহৃত মোবাইল ফোনও।
দেবর আবদুুর রউফ রাফি জানান, ঘটনার আগের দিন রাত ও বাড়ির থেকে বের হয়ে উধাও হওয়ার আগ পর্যন্ত তার (ভাবীর) আচার-আচরণ ও মোবাইলে আমাদেরকে বিভ্রান্তমূলক কথা প্রমাণ করে, তিনি স্বেচ্ছায় আমার ভাতিজা-ভাতিজী নিয়ে উধাও হয়েছেন। দুুইটা বাচ্চার নিরাপত্তার স্বার্থে আমরা প্রশাসনের কাছে তাদের সন্ধান দ্রুত সন্ধান চাইছি।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া বলেন, ঘটনার বিবরণ শুনে প্রায় নিশ্চিত বলা যায়, ভিকটিম অন্য কারো সাথে পালিয়েছেন। আমরা একটি অভিযোগ পেয়েছি। সে আলোকে তাদের সন্ধানে কাজ চলছে।