খাজাঞ্চী একাডেমির প্রতিষ্ঠাতা হাজী আব্দুল হান্নানের ইন্তেকাল, দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৪ ইং, ১২:০৩ পূর্বাহ্ণ | সংবাদটি ৩৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী একাডেমির প্রতিষ্ঠাতা, সমাজসেবী, ইউনিয়ন পরিষদের রিলিফ কমিটির সাবেক চেয়ারম্যান, শিক্ষানুরাগী হাজী আব্দুল হান্নান ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) শুক্রবার (১১ অক্টোবর) রাত ১টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। র্দীঘদিন ধরে তিনি বার্ধ্যকজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ২ কন্যা, নাতী-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ শনিবার (১২ অক্টোবর) উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে মরহুম আব্দুল হান্নানকে তাঁর নিজ পারিবারিক কবরস্থান দাফন করা হয়।
জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ছেলে লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য আব্দুল বাছিত রফি ও দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম ও খতিব হাফিজ সাহিদুল ইসলাম।
জানাযার পূর্বে সংক্ষপ্তি বক্তব্য দেন সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমির অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান, ছহিফাগঞ্জ এসডি মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফ, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সদস্য কবির আহমদ কুব্বার ও শিক্ষক আবুল বসর মোহাম্মদ ফারুক।
জানাযার নামাজের সিলেট জেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের চিকিৎসক মোস্তাক আহমদ রুহেল, ময়নুল ইসলাম, উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জসিম উদ্দিনসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।