বিশ্বনাথে খালের পানিতে ডুবে শিশুকন্যার মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৪ ইং, ১১:২৩ অপরাহ্ণ | সংবাদটি ৪৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে বাসার পাশের খালের পানিতে ডুবে ফাহিমা বেগম নামের ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকালে পৌর শহরের নকিখালী বাজারস্থ লিলু মিয়ার কলোনীতে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ফাহিমা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের আবিদুর ইসলাম সাগরের কন্যা। তবে আবিদুর দীর্ঘদিন ধরে স্ব-পরিবার নিয়ে এ কলোনীতে বসবাস করে আসছেন।
নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে ‘ফাহিমা’ কলোনীর পাশে থাকা খালের পাড়ে খেলতে যায়। সেখানে খেলার এক পর্যায়ে পা পিছলে খালের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় ফাহিমাকে দেখতে না পেরে পরিবারের লোকজন তার (ফাহিমা) খোঁজ শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে ফাহিমার পরিবারের লোকজন খালের পানিতে তার (ফাহিমা) লাশ ভেসে উঠতে দেখতে পান। সাথে সাথে ফাহিমার ভেসে উঠা দেহ পানি থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত ফাহিমার পিতা আবিদুর ইসলাম সাগর জানান, আজ (সোমবার) সকাল ১০টার দিকে ফাহিমাকে দেখতে না পেয়ে, তার খোঁজ শুরু করেন। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে বেলা ১১টার দিকে কলোনির পাশের খালের পানিতে আমার মেয়ের দেহ ভেসে উঠতে দেখে সাথে সাথেই পানি থেকে তুলে কাদিপুর (উপজেলা) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে শিশু ফাহিমার মৃত্যুর সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মামুন মিয়া।