বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সহসভাপতি ও ২ ট্রাস্টি সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৪ ইং, ৮:১৭ অপরাহ্ণ | সংবাদটি ৩২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সিনিয়র সহসভাপতি, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী, সমাজসেবক মোহাম্মদ মিছবাহ উদ্দিন এবং ট্রাস্টের ট্রাস্টি জামাল উদ্দিন ও জামাল উদ্দিনকে সংবর্ধনা প্রদান করেছে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ঐতিহ্যবাহী ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসা। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে মাদ্রাসার হলরুমে আনুষ্ঠানিকভাবে তাদেরকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রউফের সভাপতিত্বে সহকারী শিক্ষক মাওলানা ফয়জুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সিনিয়র সহসভাপতি, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ মিছবাহ উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, সংবর্ধিত ব্যক্তি, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি জামাল উদ্দিন, রাজনৈতিক ব্যক্তি ময়নুল হক, সংবর্ধিত ব্যক্তি, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি জামাল উদ্দিন, রাজনৈতিক ব্যক্তি আমির আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু।
শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার আলিম ১ম বর্ষের শিক্ষার্থী মুহসিনা জান্নাত। নাতে রাসুল সা. পরিবেশন করেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিনার হোসেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আলিম ১ম বর্ষের শিক্ষার্থী তামান্না বেগম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ, শিক্ষক শামীম আহমদ চৌধুরী, আবু তালেব হোসেন, নুরুজ্জামান, মাওলানা জামাল উদ্দিন খান, আরিফুর রহমান, মাওলানা মুছাদ্দিক হোসেন, মাওলানা আবু বকর সিদ্দিক, নাছির উদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম, মতিউর রহমান, মাওলানা সাফায়াত উল্লাহ, আব্দুল্লাহ আল হাকিম প্রমুখ।