শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৪ ইং, ৬:১৮ অপরাহ্ণ | সংবাদটি ৮৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেনীর মেধাবী শিক্ষার্থী তানজিম হোসেনের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কলেজের শিক্ষার্থীরা। (১৪নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে কলেজ গেইটের সামনে শিক্ষার্থীরা এ মানবন্ধন করে।
শিক্ষার্থী রেজু আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজ শিক্ষার্থী মারুফ আহমদ, আলিফা বেগম, শারমিন আক্তার, শিউলি বেগম, নোমান আহমদ, ইমন আহমদ, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম।
মানববন্ধনে বক্তারা বলেন, কলেজের মেধাবী শিক্ষার্থী তামজিদ হোসেনের ওপর সন্ত্রাসীরা অর্তকিতভাবে হামলা করে তাকে আহত করেছে। হামলাকারীদের খুজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তি দিতে হবে। অন্যতায় কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।
তারা বলেন, গ্রামীণ এই বিদ্যাপিটে রাজনৈতিক হিংসা বিদ্বেষ ও মারামারির ঘটনা ঘটলে শিক্ষার পরিবেশ স্বাভাবিকভাবে বিঘিœত হচ্ছে। কলেজে রাজনীতির ঘটনার জের ধরে অনেক বহিরাগতরা সুযোগ নিয়ে কলেজে এসে ক্ষমতার ধাপট দেখিয়ে সাধারণ শিক্ষার্থীদের নাজেহাল করার চেষ্টা করে। এতে অনেক শিক্ষার্থীরা প্রাণ ভয়ে নিয়মিত ক্লাস করতে পারেনা। তাই কলেজ কর্তৃপক্ষ, সকল রাজনৈতিক দল, এলাকাবাসী ও স্থানীয় প্রশাসন কলেজের প্রতি নজর দেয়া একান্ত জরুরী। কলেজের লেখাপড়ার সুষ্টু পরিবেশ বজায়, অস্ত্রের মহড়া বন্ধ এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার দাবি জানান বক্তারা। মানবন্ধনে কলেজের কয়েকশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার রাতে বিশ্বনাথ পৌর শহরে দুর্বৃত্তরা কলেজ শিক্ষার্থী তানজিম হোসেন হামলা করে। এতে সে গুরুতর আহত হলে তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।