বিশ্বনাথ প্রেসক্লাবে প্রবাসী স্বপন শিকদারের কম্পিউটার প্রদান
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৪ ইং, ৮:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ৮৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি, সাংবাদিক বান্ধব, তরুণ সমাজসেবী, যুক্তরাজ্য প্রবাসী, বিশ্বনাথ পৌর এলাকার আটপাড়া গ্রামের বাসিন্দা স্বপন শিকদার শনিবার (২রা নভেম্বর) বিশ্বনাথ প্রেসক্লাবে ৪০ হাজার টাকা মূল্যের একটি কম্পিউটার প্রদান করেছেন। বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দের হাতে প্রবাসীর পক্ষে সাংবাদিক মিছবাহ উদ্দিন কম্পিউটারটি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাধারণ সম্পাদক শিপন আহমদ, কোধাধ্যক্ষ জামাল মিয়া, কার্যনির্বাহী সদস্য তজম্মুল আলী রাজু, নূর উদ্দিন, সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, সমুজ আহমদ সায়মন প্রমুখ।
এদিকে বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের ও সাধারণ সম্পাদক শিপন আহমদ বিশ্বনাথ প্রেসক্লাবের জন্য একটি কম্পিউটার প্রদান করায় প্রবাসী স্বপন শিকদারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।