দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির সভা
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৫ ইং, ১১:১৩ অপরাহ্ণ | সংবাদটি ৪৫ বার পঠিত
ট্রাস্টের সভাপতি মোহাম্মদ মোহাব্বত শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসিন উজ্জামান (নুরু)’র পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ।
সভায় উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমীর আলী,ট্রাস্টের সহ সভাপতি মোঃ মনির খান,সহ সাধারণ সম্পাদক মোঃ কদর উদ্দিন,কোষাধ্যক্ষ হাজী জাহির আলী,সহকারী কোষাধ্যক্ষ আব্দুল হামিদ খান সুমেদ,সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুশ শহীদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জিয়া,কার্যকরী কমিটির সদস্য শামসুদ্দিন তালুকদার শামস,হাজী খলিল উদ্দিন,মাহবুব আলী চুনু,হানিফ আহমদ খান,ট্রাস্টি শাহ শহিদ নূর ইসলাম,রজব আলী এবং ট্রাস্টের শুভানুধ্যায়ী মোঃ মুক্তার খান ও নুমান খান।
সভার সিদ্ধান্তসমূহ
গত ০৮ নভেম্বর ২০২৪ তারিখের কার্যকরী কমিটি সভার মিনিটস অনুমোদন করা হয়। ট্রাস্টের বাংলাদেশ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি অধ্যক্ষ মাওলানা মখলিছুর রহমানের মৃত্যুত্বে ইন্তিকালে তার শূন্যপদে দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান বাবুলকে সভাপতি,সহ সভাপতি জুবায়ের হুসাইন মজুমদার চাকরী জনিত প্রাতিষ্ঠানিক বদলির কারণে তার শূন্য পদে সিংগেরকাছ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে আলোচনা সাপেক্ষে যেকোনো একজন শিক্ষককে সহ সভাপতি নির্বাচন করার জন্য ট্রাস্টের সাধারন সম্পাদক হাসিন উজ্জামান নুরুকে দায়িত্ব প্রদান করা হয় এবং সহ সাধারন সম্পাদক শফিক আহমদ পিয়ার দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে তার শূন্যপদে চাউলধনী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আনহার আলীকে বাংলাদেশ পরিচালনা কমিটির সহ সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
আগামী ১ ফেব্রুয়ারী ২০২৫ রোজ শনিবার ইউনিয়নের গুয়াহুরি গ্রামে অবস্থিত লতিফিয়া ইরশাদিয়া দাখিল মাদ্রাসা গুয়াহুরিতে ৭তম বৃত্তি বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হবে।
আগামী ০৮ জুলাই ২০২৫ ইংরেজি রোজ মঙ্গলবার বিকাল ৫:৩০ মিনিটে ইস্ট লন্ডনস্থ ইম্প্রেশন ইভেন্ট ভ্যানুতে দ্বিবার্ষিক সাধারন সভা(বিজিএম)অনুষ্টিত হবে এবং ট্রাস্টের সকল ট্রাস্টি,ইউনিয়নের সর্বস্তরের ইউকে প্রবাসী সহ যুক্তরাজ্যের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট এবং বিশ্বনাথের ইউনিয়ন বিত্তিক প্রতিটি সংগঠনের সভাপতি,সাধারন সম্পাদক ও ট্রেজারারকে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ করা হবে।
নতুন ট্রাস্টি সংগ্রহের লক্ষ্যে আগামী দ্বি-বার্ষিক সাধারন সভার পূর্বে কার্যকরী কমিটির প্রতি সদস্য নূন্যতম একজন করে নতুন ট্রাস্টি প্রদান করবেন এবং আগামী ৮মে ২০২৫ ইংরেজি সন্ধ্যা ৮ টার পূর্বে আবেদনকৃত নতুন ট্রাস্ট্রিবৃন্দ আসছে দ্বিবার্ষিক সাধারণ সভায় ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
গুয়াহুরি গ্রাম নিবাসী মোঃ মুন্তাকিনুজ্জামান আজিম,গুয়াহুরি গ্রাম নিবাসী মোঃ সুজন মিয়া,নোয়াগাঁও গ্রাম নিবাসী শফিক মিয়া,চরচণ্ডী গ্রাম নিবাসী আলী হুসাইন এবং চরচণ্ডী গ্রাম নিবাসী আলি আসগর এর ট্রাস্ট্রিশিপ আবেদন অনুমোদন করা হয়। আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৫ রোজ বুধবার বিকাল ৫ টায় কার্যকরী কমিটির পরবর্তী সভার তারিখ নির্ধারণ করা হয়।