নানান আয়োজনে বিশ্বনাথ প্রেসক্লাবের বনভোজন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৫ ইং, ১০:১৫ অপরাহ্ণ | সংবাদটি ১০৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নানান আয়োজনের মধ্য দিয়ে ‘বনভোজন’ সম্পন্ন হয়েছে। ওই বনভোজনের আনন্দ বিপুল উৎসাহ-উদ্দিপনায় উপভোগ করেছেন সাংবাদিক পিতার সন্তানরাও। বনভোজনে প্রেসক্লাবের সদস্য ও সন্তানদের (দুই গ্রæপ) জন্য পৃথক পৃথক খেলাধুলার আয়োজন করা হয়। শনিবার (২৫ জানুয়ারী) ‘বাস ও নৌকা’ ভ্রমন শেষে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ‘সাদা পাথর’ এলাকায় আনন্দ উল্লাসের পর অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। বনভোজনে অংশগ্রহনকারী ছোট-বড় সকলের ছিল র্টি-শার্ট, প্রেসক্লাবের সকল সদস্যকে ছবি সম্বলিত মগ ও সকল সদস্যদের স্ত্রীদেরকে প্রদান করা হয় আকর্ষণীয় পুরস্কার।
বনভোজনে বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দকে সার্বিক সহযোগী করেছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, যুক্তরাজ্যের সলিসিটর ও বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক প্রভাষক আনসার হাবিব, লন্ডন-বাংলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন কয়েছে, বিশ্বনাথ এইড ইউকের সভাপতি আব্দুর রহিম রঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রফি, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি আবুল কালাম।
বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদের ক্রীড়া প্রতিযোগীতার ‘বালিশ বদল’ প্রতিযোগীতায় মোহাম্মদ নূরুল ইসলাম চ্যাম্পিয়ন ও প্রনঞ্জয় বৈদ্য অপু রানার্সআপ, ‘খালি বালতিতে টেনিস বল নিক্ষেপ’ প্রতিযোগীতায় সমুজ আহমদ সায়মন চ্যাম্পিয়ন ও জামাল মিয়া রানার্সআপ, ‘স্ট্যামে টেনিস বল নিক্ষেপ’ প্রতিযোগীতায় সুজিত দেব চ্যাম্পিয়ন ও রফিকুল ইসলাম জুবায়ের রানার্সআপ, ‘ব্যাডমিন্টনের ব্যাট দিয়ে কর্ক নিক্ষেপ’ প্রতিযোগীতায় কাজী মুহাম্মদ জামাল উদ্দিন চ্যাম্পিয়ন ও মাজহারুল ইসলাম সাব্বির রানার্সআপ হন।
প্রেসক্লাব সদস্যদের সন্তানদের (কন্যা) ক্রীড়া প্রতিযোগীতার ‘বালিশ বদল’ প্রতিযোগীতায় নুসরাত বিল্লাহ চ্যাম্পিয়ন ও আবিদাহ বিনতে আলী রানার্সআপ, ‘খালি বালতিতে টেনিস বল নিক্ষেপ’ প্রতিযোগীতায় হুমায়রা খাতুন আমিনা চ্যাম্পিয়ন ও তাহিয়া তাহসিন নাবিহা রানার্সআপ হন।
প্রেসক্লাব সদস্যদের সন্তানদের (পুত্র ছোট গ্রæপ) ক্রীড়া প্রতিযোগীতার ‘৫০ মিটার দৌড়’ প্রতিযোগীতায় আলী হাসান চ্যাম্পিয়ন ও নাজমুস সাকিব রাফি রানার্সআপ, ‘খালি বালতিতে টেনিস বল নিক্ষেপ’ প্রতিযোগীতায় মাহীন জামাল মাহী চ্যাম্পিয়ন ও সামছুল আরিফিন রিয়াদ রানার্সআপ, ‘স্ট্যামে টেনিস বল নিক্ষেপ’ প্রতিযোগীতায় সাবিরুল ইসলাম জাকির চ্যাম্পিয়ন ও মাহবুবুর রহমান নোমান রানার্সআপ, ‘ব্যাডমিন্টনের ব্যাট দিয়ে কর্ক নিক্ষেপ’ প্রতিযোগীতায় মাহদী হাসান চ্যাম্পিয়ন ও রফিকুল সালেহী রুম্মান রানার্সআপ হন।
প্রেসক্লাব সদস্যদের সন্তানদের (পুত্র বড় গ্রæপ) ক্রীড়া প্রতিযোগীতার ‘১০০ মিটার দৌড়’ প্রতিযোগীতায় ফাহিম শাহরিয়ার রাহী চ্যাম্পিয়ন ও আমিনূর ইসলাম আবির রানার্সআপ, ‘খালি বালতিতে টেনিস বল নিক্ষেপ’ প্রতিযোগীতায় রাহিম আহমদ চ্যাম্পিয়ন ও অর্ক দেব অঙ্কন রানার্সআপ, ‘স্ট্যামে টেনিস বল নিক্ষেপ’ প্রতিযোগীতায় আলী আহসান অলিদ চ্যাম্পিয়ন ও সাইফুর রহমান শাওন রানার্সআপ, ‘ব্যাডমিন্টনের ব্যাট দিয়ে কর্ক নিক্ষেপ’ প্রতিযোগীতায় আলী হোসাইন চ্যাম্পিয়ন ও আশরাফুল ইসলাম তানভীর রানার্সআপ হন।
এরআগে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ‘সাদা পাথর’ এলাকায় আনন্দ উল্লাসের বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপনের পরিচালনায় বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য আবুল কালাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু, বর্তমান কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য মাওলানা শহিদুর রহমান, আবদুস সালাম মুন্না, নূর উদ্দিন, সুজিত দেব, ফারুক আহমদ, সমুজ আহমদ সায়মন, মাজারুল ইসলাম সাব্বির।