বিশ্বনাথে কৃষি জমির মাটি কাটায় জরিমানা
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৫ ইং, ১০:০২ অপরাহ্ণ | সংবাদটি ৮৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে কৃষি জমির মাটি কাটার দায়ে পৃথক অভিযানে ৫ জনকে আটকের পর জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৃথক অভিযানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের মাইজপাড়া নোয়াগাঁও ও বন্ধুয়া গ্রামে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ৩ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭ (ক) অনুসারে ব্যক্তি মালিকাধীন জমি থেকে বালু কিংবা মাটি উত্তোলন করার অপরাধে ১৫ ধারা অনুসারে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, উপজেলার অলংকারি ইউনিয়নের সুলতান বাড়ি টেংরা গ্রামের পতিত কৃষি জমির মাটি কাটার দায়ে ২ জনকে আটক করা হয়। বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত) অনুসারে ধারা ৬ (ঙ) লংঘন করায় ১৫ (১) অনুসারে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, কৃষি জমির মাটি কেটে তারা নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড দেওয়া হয়েছে। সরকারি আইন অমান্য করে কেউ মাটি বা বালু উত্তোলন করলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।