বিশ্বনাথে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৫ ইং, ১০:৩১ অপরাহ্ণ | সংবাদটি ৫৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসন আয়োজিত ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুইদিন ব্যাপি বিজ্ঞান-প্রযুক্তি মেলা শুরু হয়েছে। (১৫ জানুয়ারী) বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়।
এসময় উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আবু সাঈদ, একাডেমী সুপার ভাইজার আবদুল হামিদ, পৌর বিএনপির সভাপতি হাজী আবদুল হাই, যুগ্ম-সম্পাদক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, পৌর কৃষকদলের আহবায়ক নূর আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মেলার স্টলগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও অতিথিবৃন্দরা। মেলায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়-কলেজ শিক্ষার্থীরা স্টল নিয়ে বসেন।