বিশ্বনাথে মরহুম শেখ রিহান উল্লাহ মুনশী মেমোরিয়াল ট্রাস্ট দ্বৈত ব্যাডমিন্ট টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৫ ইং, ১২:০৫ পূর্বাহ্ণ | সংবাদটি ২৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে ১ম মরহুম শেখ রিহান উল্লাহ মুনশী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। (১১ জানুয়ারী) শনিবার রাত সাড়ে ৯টায় নাজির বাজারের পশ্চিমের মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
মরহুম শেখ রিহান উল্লাহ মুনশী মেমোরিয়াল ট্রাস্টের বাংলাদেশ শাখার সভাপতি আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে ও ছাত্রনেতা হোসাইন আহমদ প্রবেলের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টেও প্রতিষ্ঠাতা ও বিশ্বনাথ ডিগ্রি কলেজ বাস্তবায়ন পরিষদের সাবেক সভাপতি মুহাম্মদ কামাল হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি যুক্তরাস্টের সাবেক সভাপতি আলহাজ্ব মনির আহমদ, রাজনীতিবিদ জামাল আহমদ, অগ্রগামী সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি আবুল কালাম রুনু, ফ্রান্স প্রবাসী ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা আজিজুর রহমান কাদির, পন্ডিত ছিফত আলী মেমোরিয়াল স্কুলের পরিচালক হাসান হাফিজুর রহমান টিপু, বিশ্বনাথ সদর ইউপি সদস্য তানবী্রর হোসেন, নাজিম উদ্দিন রাহিম, কাবাডি এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, সংগঠক সাঈদ আহমদ, সেলিম মিয়া, শেখ শাহজাহান, যুক্তরাজ্য প্রবাসী শাহিন মিয়া, ট্রাস্টের প্রতিষ্ঠাতা মোঃ জাহাঙ্গীর, সংগঠক ও এস এম এনের পরিচালক সি.এম আনোয়ার হোসেন, তরুণ সমাজসেবক তানীমুল ইসলাম, শাহ শহিদুর ইসলাম সুজা, মুজিবুর রহমান মঞ্জু, শামুল আলী, ছালেক মিয়া, নেছার মিয়া, আখতার মিয়া, তারেক আজিজ, ছাত্র নেতা রাসেল আহমদ, ট্রাস্টের প্রতিষ্ঠাতা জাহেদ আলী, আয়ান আলী, শেখ ইমন, শেখ রিমন, রুহান মিয়া, মাহিদ হোসেন,তাজুল ইসলাম, হাসান আল মামুন, লায়েক মিয়া, রুহিন মিয়া, সাজু মিয়া।