বিশ্বনাথে মনফর আলী ও হালিমা বিবি ট্রাস্ট ইউ.কের পক্ষ থেকে শীতবস্ত্র ও অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৫ ইং, ১০:৫২ অপরাহ্ণ | সংবাদটি ৪০ বার পঠিত
সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে ‘হাজী মনফর আলী ও হাজী হালিমা বিবি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে’র উদ্যোগে রোববার (৫ জানুয়ারী) বিকেলে বিশ্বনাথ পৌরসভার দূর্গাপুর (কারিকোনা) গ্রামে মরহুম হাজী মো. মনফর আলীর বাড়ীতে প্রবাসী ওয়াহিদুর রহমান ও পরিবারবর্গের অর্থায়নে এলাকার দেড় শতাধিক আসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়। তিনি বলেন, নিজেদের কষ্ঠার্জিত অর্থ দিয়ে প্রবাসীরা এলাকার উন্নয়নে যে ভূমিকা রাখছেন, সত্যিই তা প্রশংসানীয়। সরকারের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য প্রবাসী ও বিত্তবানরা যত বেশি এগিয়ে আসবেন, আমাদের সমাজে থাকা অবহেলিত-বঞ্চিত মানুষেরা তত বেশিই উপকৃত হবেন। প্রবাসীদের গ্রহন করা সকল উদ্যোগের সফল বাস্তবায়নের জন্য আমাদের সকলের সার্বিক সহযোগীতা সর্বদা অব্যাহত থাকবে।
ট্রাস্টের চেয়ারম্যান মফিজুর রহমানের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ দারুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা ফয়জুর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন।
এসময় বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রণন্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মো. নুর উদ্দিন, মোহাম্মদ নুরুল ইসলাম, আহমদ আলী হিরণ, সমুজ আহমদ সায়মন, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, সংগঠক ফুলকাছ আলী, ফুলকুঁড়ি সংঘের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সদস্য মাহমুদুর রহমান সারু ও আশরাফুল ইসলাম তানভীরসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।