বিশ্বনাথে কাজী নূরুল হকের জানাযায় মানুষের ঢল
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ইং, ১০:৪২ অপরাহ্ণ | সংবাদটি ১৬২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিষ্টার কাজী দেলওয়ার হোসেন নূরুল আর নেই। তিনি গত বুধবার বিকেলে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজেউন। (২০ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকাল ১১ টায় স্থানীয় পূর্ব কারিকোনা শাহী ঈদগাহ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এতে ইমামতি করেন জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়াহ মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ নূরুল হক। বিশ্বনাথ উপজেলা কাজী সমিতির সভাপতি সাংবাদিক কাজী মোঃ জামাল উদ্দিনের পরিচালনায় জানাযার পূর্বে সংক্ষপ্তি আলোচনায় রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, জালালাবাদ টিটি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাসমত উল্লাহ, সিলেট মূসলিম ম্যারেজ রেজিষ্টার কল্যাণ সমিতির সভাপতি কাজী মাওলানা বদরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা কাজী সমিতির সভাপতি কাজি আব্দুল ওয়াদুদ, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নাজিম উদ্দিন, পূর্ব। কারিকোনা গ্রামের মোতাওয়াল্লি সিরাজ আলী।
জানাযার নামাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শিব্বীর আহমদ, বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ ইমাদ উদ্দিন, সেক্রেটারী মতিউর রহমান, বিশ্বনাথ পৌর জামায়াতের আমীর এইচ.এম আক্তার ফারুক, সেক্রেটারী জাহেদুর রহমান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সিলেট মুসলিম রেজিস্ট্রার কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি কাজী মাওলানা আব্দুছ ছবুর, সহ-সভাপতি কাজী নূরুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক কাজী আমিনুল ইসলাম, তেতলী ইউনিয়নের কাজী ইসমাঈল আলী, লালা বাজার ইউনিয়নের কাজী আব্দুল মালিক, সিলেট কাজী কল্যাণ সমিতির অফিস সহকারী শামীম আহমদ চৌধুরী, খাজাঞ্চি ইউনিয়নের কাজি আবু তাহের মোঃ হোসাইন, দৌলতপুর ইউনিয়নের কাজী নূর উদ্দিন, দেওকলস ইউনিয়নের কাজী আছাদ উদ্দিন, বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মধু মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ শিপন আহমদ,কারিকোনা গ্রামের প্রবীন মুরব্বী মোঃ নূরুল ইসলাম, রাজনীতিবিদ সুফী শামছুল ইসলাম, আখতার আলী। মৃত্যুকালে কাজী দেলওয়ার হোসেন নূরুল এর বয়স হয়েছিল ৫৮ বছর।তিনি ব্রিটেনের স্থায়ী নাগরিক হওয়া স্বত্তেও সেদেশে না থেকে প্রায় দুইযুগ এরও বেশী সময় বিশ্বনাথ ইউনিয়ন এর নিকাহ ও তালাক রেজিস্ট্রার ছিলেন। বিশ্বনাথ পৌরসভার কারিকোনা গ্রামের বাসিন্দা কাজী মোঃ দেলওয়ার হোসেন নূরুল ছিলেন বিশ্বনাথ উপজেলার নিকাহ ও তালাক রেজিস্ট্রার এবং এলাকার সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত কাজী মোঃ আব্দুর রহিম এর ২য় পুত্র। ব্যক্তিগত জীবনে কাজী মোঃ দেলওয়ার হোসেন নুরুল ছিলেন ১পুত্র ও ১ কন্যা সন্তানের জনক ছিলেন।