আফজাল হোসেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি নির্বাচিত হওয়ায় বিশ্বনাথ যুবদলের অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৫ ইং, ১২:৫৪ পূর্বাহ্ণ | সংবাদটি ৫২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ সদর ইউনিয়নের তাতিকোনা গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসী, রাজনীতিবীদ, আফজাল হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। যুবদল নেতৃবৃন্দ এক অভিনন্দন বার্তায় বলেন, আফজাল হোসেন এম. ইলিয়াস আলীর বিশ্বস্থ একজন কর্মী ও খাঁটি জিয়ার সৈনিক। তিনি বৃটেনে যাওয়ার পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বনাথ উপজেলার ছাত্রবিষয়ক সম্পাদক, সিলেট জেলা ছাত্রদলের সদস্য ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন সুনামের সাথে। কর্মী বান্ধব এমন নেতাকে সঠিক মূল্যায়ন করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁর নেতৃত্বে যুক্তরাজ্য যুবদল আরোও শক্তিশালী হবে বলে বিশ্বনাথ যুবদলের নেতৃবৃন্দ মনে করেন। অভিনন্দনকারীরা হলেন-উপজেলা যুবদলের আহবায়ক শামছুল ইসলাম, যুগ্ম-আহবায়ক মুসলিম আলী, নাজিম উদ্দিন, আবদুল লতিফ।