বিশ্বনাথ সরকারি কলেজে নবাগত অধ্যক্ষের যোগদান, ফুল দিয়ে বরণ
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৫ ইং, ৬:২৯ অপরাহ্ণ | সংবাদটি ৭৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথের ঐতিহ্যবাহী বিশ্বনাথ সরকারি কলেজে নবাগত অধ্যক্ষ মোঃ আবদুল্লাহ যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। নতুন অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করে নিল বিশ্বনাথ সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। এসময়ে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। এরআগে মোঃ আবদুল্লাহ তিনি সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
এসময় নবনিযুক্ত অধ্যক্ষ মোঃ আবদুল্লাহ বলেন, কলেজের সার্বিক কাঠামোগত উন্নয়ন ও সংস্কারের কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তিনি দায়িত্ব পালনকালে শিক্ষক-শিক্ষিকা-ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।