লন্ডনে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৫ ইং, ১০:৩০ অপরাহ্ণ | সংবাদটি ৭৪ বার পঠিত
নিজস্ব সংবাদাতা:: বিলেতের মাটিতে ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত অরাজনৈতিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে আজ বাংলাদেশের বাহিরে বিশ্বনাথের সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন। গত ৩ দশকে বিশ্বনাথের শিক্ষার উন্নয়নে অমামান্য অবদান রাখছে এই ট্রাস্ট। আর যুক্তরাজ্যে এই সংগঠনটি বিশ্বনাথের সবচেয়ে বড় সংগঠন হওয়ায় প্রতি বছর বিভিন্ন শহর থেকে আসা প্রবাসী বিশ্বনাথীরা বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের বার্ষিক (এজিএমে) স্বত:স্ফূর্তভাবে অংশ নিয়ে থাকেন। বিগত সময়ের তুলনায় গত বছর রেকর্ড সংখ্যক নতুন ট্রাস্টি হওয়ায় অন্যান্য বছরের চেয়ে এবার বার্ষিক এজিএমে প্রবাসী বিশ্বনাথীদের উপস্থিতি ব্যাপক হারে বাড়বে বলে জানান, ট্রাস্টের চেয়ারপার্সন মাফিজ খান। বার্ষিক এজিএম উপলক্ষে ২৮ এপ্রিল ট্রাস্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের চেয়ারপার্সন মাফিজ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গুলজার খানের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টের ট্রেজারার আখলাকুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন,ট্রাস্টের সহ-সভাপতি মোহাম্মদ মিছবাহ উদ্দিন, প্রফেসর ফরিদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক: আব্দুর রহিম রঞ্জু, মোহাম্মদ কবির মিয়া, সহকারী ট্রেজারার হাসিনুজ্জামান নুরু, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি শরিফুল ইসলাম, কালচারাল সেক্রেটারি মোহাম্মদ দৌলত হোসেন, নির্বাহী সদস্য আবুল হোসাইন মামুন, খালেদ খান, নেছার আলী লিলু, সিরাজুল ইসলাম, এম এ সালাম, শেখ মব্বশির আলী গিয়াস মিয়া।
এ বছর বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টে ৩২ জন নতুন ট্রাস্টি অন্তর্ভুক্ত হওয়ায় সকল সদস্যদেও প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আগামী ১১ মে রবিবার অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী ১১ মে অনুষ্ঠিতব্য (এজিএম) সভায় সকল ট্রাস্টের উপস্থিতি কামনা করা হয়েছে।