তারুণ্যের সমাবেশে যোগ দিতে ঢাকার পথে বিশ্বনাথের নেতারা
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৫ ইং, ১২:১৬ পূর্বাহ্ণ | সংবাদটি ৪৯৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার (২৮ মে) “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” করবে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতারা। সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে ১৫ লাখ তরুণের জমায়েত আশা করছেন আয়োজকেরা। তরুণদের কাছে টানতে মে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন। এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছিল সিলেটের বিশ্বনাথ যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদল। উপজেলার কয়েকশত নেতাকর্মী ‘তারুণ্যের সমাবেশে’ যোগ দিতে ঢাকার পথে রয়েছেন বলে অনেক নেতা জানান। মঙ্গলবার (২৭ মে) রাতে উপজেলা ও পৌর যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বেশ কয়েকজন নেতা এ সমাবেশে যোগ দিতে ঢাকার পথে রয়েছেন বলে জানাগেছে।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ বলেন, তারুন্যের সমাবেশে যোগ দিতে ঢাকায় অবস্থান করছেন ছাত্রদলের বেশ কয়েকজন নেতা। এ সমাবেশে যোগদানের জন্য উপজেলা ও পৌর ছাত্রদল ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছিল। উপজেলা ও পৌর ছাত্রদলের কয়েকশত নেতাকর্মী এ সমাবেশে যোগ দিবেন।
উপজেলা যুবদলের আহবায়ক শামছুল ইসলাম ও পৌর যুবদলের আহ্বায়ক শাহ আমির উদ্দিন বলেন, সিলেটের কোটি মানুষের নেতা নিখোঁজ এম ইলিয়াস আলী জন্মস্থান বিশ্বনাথ উপজেলা ও পৌর যুবদলের ১৫টি হায়েস গাড়ির বহরে কয়েকশত নেতাকর্মী তারুন্যের সমাবেশে যোগ দিতে ঢাকার পথে রয়েছেন। গত দুইদিন ধরে ঢাকায় অবস্থান করছেন আরও অনেক নেতা।