বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২৫ ইং, ১০:০১ অপরাহ্ণ | সংবাদটি ১৩০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়ন পরিষদের ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে লামাকাজি ও পার্শ্ববর্তি এলাকার সাধারণ মানুষ।
আজ বৃহস্পতিবার দুপুরে লামাকাজি ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে পরিষদ প্রাঙ্গণে চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার উপর পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তদের হামলা ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী জনতার এমন রুপ লক্ষ্য করা যায়। সমাবেশটি লামাকাজি ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে হলেও অবশেষে বিশ্বনাথ উপজেলার বিভিন্ন এলাকা এমনকি সিলেট সদর উপজেলাসহ অন্যান্য এলাকার বিপুল সংখ্যক মানুষ এ প্রতিবাদ সভায় স্বতঃস্ফুর্তভাবে অংশ গ্রহন করেন।
সভায় বক্তারা বলেন, কবির হোসেন ধলা মিয়ার মত বিশ্বনাথের একজন জনপ্রিয় ইউপি চেয়ারম্যানের উপর উপজেলা সদরে দিন-দুপুরে পরিকল্পিতভাবে দুর্বৃত্তদের সন্ত্রাসী আক্রমন মেনে নেয়া যায় না, আমরা লামাকাজি ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বক্তারা আশা প্রকাশ করেন অবিলম্বে চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার উপর হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। তখন ভবিষ্যতে এলাকার সম্মানী কোনো ব্যক্তির উপর এ ধরনের অপকর্ম করার দুঃসাহস কেউ দেখাবে না।
লামাকাজী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার এলাকার প্রবীণ মুরব্বী কাঁচা মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। তিনি তার বক্তব্যে চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রæত গ্রেপ্তার না করলে বিশ্বনাথ উপজেলাবাসীকে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষনা করবেন বলে হশিয়ারি উচ্চরণ করেন।
সংগঠক আব্দুল আহাদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের আব্দুস সোবহান ও স্বাগত বক্তব্য রাখেন মির্জারগাঁও গ্রামের মুরব্বী আবুল খয়ের জালালাবাদী।
বক্তব্য রাখেন সাবেক কাস্টমস কর্মকর্তা ও শিক্ষাবিদ মুহিবুর রহমান কিরণ, আইনজীবি কল্যাণ চৌধুরী, উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমীন আজাদ মেম্বার, রামপাশা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার আয়াজ আলী, লামাকাজী ইউনিয়ন পরিষদের ১নং সংরক্ষিত ওয়ার্ডেও মেম্বার সোহাদা বেগম, পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেকিম উদ্দিন মাষ্টার। যুক্তরাজ্য প্রবাসী সোনাপুর গ্রামের অ্যাডভোকেট মাওলানা হাবিবুর রহমান, রামপুর গ্রামের সাজিদুর রহমান সুহেল, ব্যবসায়ী মিছবাহ উদ্দিন, সাতপাড়া গ্রামের সেবুল আফসারী, ভ‚রকি গ্রামের রহমত আলী মামুন, নূরুল আমিন, হাজরাই গ্রামের হাবিবুর রহমান মনু। প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।