বিশ্বনাথে চেয়ারম্যানের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবী জানিয়েছে এলাকাবাসী ডিসি ও এসপি বরাবরে স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৫ ইং, ৯:২৩ অপরাহ্ণ | সংবাদটি ১৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে লামাকাজী ইউনিয়ন পরিষদের ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার উপর সন্ত্রাসী হামলায় জড়িত হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। গত বুধবার লামাকাজী ও পার্শ্ববর্তী এলাকার ১০১ জন সাক্ষরিত স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে এলাকাবাসী একজন জনপ্রতিনিধির উপর আক্রমণকারীদেরকে দ্রæত গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানান। স্মারকলিপিতে ১৪ জনের নাম উল্লেখ করে ও ১২ জনকে অজ্ঞাতনামা রেখে অভিযুক্ত করা হয়।
লামাকাজী ও পার্শ্ববর্তী এলাকার ২৯টি গ্রামের ১০১ জন সাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয় ২০০৩ সাল থেকে পরপর টানা ৪বার লামাকাজী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন কবির হোসেন ধলা মিয়া। এক নাগাড়ে ২২ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে দলমত নির্বিশেষে মানুষের ভালবাসা ও আস্তা অর্জন করেছেন। এরকম একজন জনপ্রতিনিধির উপর
গত ২৮ এপ্রিল দুপুর বিশ্বনাথ উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও উপজেলা সমন্বয় সভায় অংশ গ্রহন করে সভা শেষে সিএনজি যোগে বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর বাসায় আরো একটি সালিশ বৈঠকে অংশ নিতে রওয়ানা দিলে বিশ্বনাথ উপজেলা পরিষদের মূল গেইট সংলগ্ন রাস্তায় পূর্বপরিকল্পিতভাবে সঙ্ঘবদ্ধ সন্ত্রাসী আসামীগণ আক্রমণ করে এবং ব্রিটিশ পাউন্ড, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তাকে এলোপাতাড়ি শরীরের বিভিন্ন জায়গায় রড, লাঠি দিয়ে আঘাত করিতে থাকে এর এক পর্যায়ে আক্রমনকারীদের হাত থেকে প্রাণে রক্ষার জন্য তিনি চিৎকার করিলে পথচারীগণ আসা শুরু করলে আসামীরা দ্রæত পালিয়ে যায়। সে সময় পথচারীরা না আসলে হয়তো তারা তাকে প্রাণে মেরে ফেলতো।
বিশ্বনাথ উপজেলা সদরে দিন দুপুরে তাহার মতো একজন জনপ্রিয় জনপ্রতিনিধিদের উপর এমন কাপুরুষোচিত হামলা বিশ্বনাথবাসী মেনে নেয়নি। যার প্রমান এই অমানবিক হামলার প্রতিবাদে ইতিমধ্যে একাধিক সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।