বিশ্বনাথে ১৩৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৫ ইং, ৩:১০ অপরাহ্ণ | সংবাদটি ১৯২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: ‘আমার বিদ্যালয় সবুজ বিদ্যালয়’ এ শ্লোগানকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার ১৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে বিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে ফলজ-বনজ গাছের চারা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিন মাহবুব এবং উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বলেন, যেভাবে পরিবেশের বিপর্যয় হচ্ছে এতে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা খুবই হুমকির মুখোমুখি। বিদ্যালয় আঙ্গিনায় যদি গাছের সমারোহ থাকে তাহলে শিক্ষার্থীদের জন্য অনেক ভালো হবে। সেই ভাবনা থেকেই আমার বিদ্যালয় সবুজ বিদ্যালয় কর্মসূচি গ্রহণ করা হয়।’ এ চারা বিতরণের কার্যক্রম গত ৮ মে সিলেট জেলা প্রশাসক স্যার উদ্বোধণ করেছেন।