বিশ্বনাথে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৫ ইং, ৮:৫২ অপরাহ্ণ | সংবাদটি ১২৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের মাধবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মাধবপুর গ্রামের রোশন আলীর ছেলে সামাদ মিয়া (৭) একই উপজেলার খালপাড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে আল-আমিন (৮)। খবর পেয়ে সন্ধ্যায় থানা পুলিশ ঘটনাস্থল ছুটে যায়।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, শনিবার বিকেলে মাধবপুর গ্রামের রোশন বাড়ির উঠানে সামদ মিয়া ও আল-আমিন খেলছিলেন। এক পর্যায়ে সবার অজান্তে তারা বাড়ির পুকুরে পড়ে যায়। হঠাৎ পরিবারের স্বজনরা তাদের বাড়ির উঠানে না দেখে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে তাদের পানিতে ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করের। এসময় দ্রæত সিলেট একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিসিৎক মৃত্যু ঘোষনা করেন।
মাধবপুর গ্রামের কয়েছ আহমদ সবুজ বলেন, খেলতে গিয়ে দুটি শিশু পুকুরের পানিতে পড়ে মারা যায়।
পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার এস আই সামছুল হক সুমন বলেন, এ রিপোর্ট রাত সাড়ে ৮টায় খেলা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে তিনি জানান।