আব্দুল গফফারের মৃত্যুতে এম এ মালিক’র শোক
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৫ ইং, ১২:০৭ পূর্বাহ্ণ | সংবাদটি ৪০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :
প্রবীন আইনজীবী ও রাজনীতিবিদ আব্দুল গফফারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিক।এক শোকবার্তায় তিনি বলেন, মরহুম আব্দুল গফফার বিএনপি’র দুর দিনের নিবেদিত প্রাণ ও বিপ্লবী সৈনিক ছিলেন। তিনি দেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তার মৃত্যুতে দলে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পুরন হওয়ার নয়।মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।