জানাযার নামাজ শেষে বিশ্বনাথে বাউল খোয়াজ মিয়ার দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৫ ইং, ১২:২৬ পূর্বাহ্ণ | সংবাদটি ১০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: অসংখ্য অমর গানের বিখ্যাত গীতিকার-সুরকার ও মরমী কবি বাউল খোয়াজ মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকাল ১০টায় উপজেলার দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত জানাযার নামাজ শেষে তাকে পারিপারিক কবরস্থানে দাফন করা হয়। ৫ পুত্র ও ৫ কন্যা সন্তানের জনক বাউল খোয়াজ মিয়াকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন অঞ্চল ও মরহুমের শিষ্য-ভক্ত’সহ অসংখ্য মানুষ অংশ নেন জানাযার নামাজে। মরহুমের জানাযার নামাজে ইমামতি করেন বিশ্বনাথ উপজেলার মিয়ারবাজার মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাধির খান।
জানাযার নামাজে উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, মেম্বার শফিক আহমদ পিয়ার, লুৎফুর রহমান, নজরুল ইসলাম আজাদ, জনপ্রিয় কণ্ঠশিল্পী আশিক, উপজেলা বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল মোমিন কালু, বাউল খোয়াজ মিয়ার শিষ্য এম এস রহমান, হুসিয়ার ভান্ডারী, সৌরভ সুহেল, ফুটবলের রেফারী জাকির ডন’সহ শত শত মানুষ অংশ গ্রহন করেন।
‘আমার ভয় লাগিলো মনেরে, ভয় লাগিলো মনে, আমায় কোন দিন ধরিয়া নিবো যমে’, ‘যাইও না যাইও না কন্যাগো, কইন্যা যাইও না নাইওর, তুমি বিনে কেমনে থাকি একেলা বাসর কন্যাগো’, ‘ভূবন-মোহন রূপ তোমারী, দেখলে প্রাণ জুড়ায়, আমার বাড়ি আয়রে বন্ধু, আমার বাড়ি আয়’, ‘লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাকি টানেরে, আমার বন্দে মহা যাদু জানে, যাদু জানেরে, আমার বন্দে মহা যাদু জানে’সহ অসংখ্য মরমী গানের অমর রচিয়তা ছিলেন বাউল খোয়াজ মিয়া (৮৩)।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৩.২০টার দিকে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামস্থ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন বিখ্যাত গীতিকার ও সুরকার বাউল খোয়াজ মিয়া। তিনি ১৯৪২ সালের ১২ মার্চ জন্মগ্রহন করেন। তার পিতা মরহুম মাওলানা আজিজুর রহমান ও মাতা মরহুমা মোছাৎম্মদ আছতুরা বিবি। বাউল খোয়াজ মিয়া ছিলেন ‘জ্ঞানের সাগর’খ্যাত মরমী সাধক দুর্বিন শাহের শিষ্য। তিনি নিজের রচিত ও সুর সংযোজিত বেশির ভাগ গানে নিজেই কণ্ঠ দিয়েছেন বলে জনশ্রæতি রয়েছে।