বিশ্বনাথে ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রবাসীদের এগিয়ে আসা উচিত—সুহেল চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৫ ইং, ৯:৩২ অপরাহ্ণ | সংবাদটি ৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী বলেছেন, বিগত এক দশক ধরে প্রবাসীরা এগিয়ে আসায় বিশ্বনাথের ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তাই বিশ্বনাথের ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে স্থানীয় বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসা উচিত।
তিনি শুক্রবার রাতে বিশ্বনাথ ফ্রেন্ডস সার্কেল স্পোর্টিং ক্লাব এন্ড ফুটবল একাডেমীর (বিএফসি) দেশ ও প্রবাস শাখা কমিটির পরিচিত ও একাডেমীর ভর্তি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্বনাথ ফ্রেন্ডস সার্কেল স্পোটিং ক্লাব এন্ড ফুটবল একাডেমী বিএফসি বাংলাদেশ শাখার সভাপতি লুৎফুর রহমান জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) টেকনিক্যাল ডিপার্টমেন্টের অ্যাডমিনিসট্রেটর মাহবুবুল আলম পলো।
সিলেট বিভাগীয় ধারাভাষ্যকার সংস্থার সভাপতি জুয়েল আহমদ নূর ও বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার এসোসিয়েশনের সহসভাপতি জুয়েল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব নূর হোসেন, সিলেট জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন এডহক কমিটির সদস্য সচিব আব্দুল আজিম, বাংলাদেশ চ্যাম্পিয়ন লীগ ঢাকার রেঞ্জার্স ফুটবল ক্লাবের হেড কোচ শফিকুল হাসান পলাশ, সিলেট জেলা সোনালী অতিত ফুটবল ক্লাবের সভাপতি কামরুল হাসান, সিলেট জেলা সোনালী অতিত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক রাজা আহমদ চৌধুরী, বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন সিলেট জেলার সাধারণ সম্পাদক আহবাব মোস্তফা খান, বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন সিলেট জেলার সাবেক সভাপতি মান্না চৌধুরী, বাংলাদেশ প্রেট্রোল পাম্প মালিক সমিতি সিলেট বিভাগীয় সমিতির সহসভাপতি নূরুল ওয়াছে আলতাফী কালাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, নুনু একাডেমীর প্রতিষ্ঠাতা নুনু মিয়া।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ ফ্রেন্ডস সার্কেল স্পোর্টিং ক্লাব এন্ড ফুটবল একাডেমী বিএফসি বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম কর্ণেল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পী, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি শামছুল ইসলাম মুমিন, বিশ্বনাথ পৌর ফুটবল এসোসিয়েশনের সভাপতি সেলিম মাহমুদ, জয়ডু ফুটবল একাডেমি বিয়ানিবাজারের প্রতিষ্ঠাতা সভাপতি জামাল আহমদ, বালাগঞ্জ ফুটবল একাডেমির সভাপতি রুমন আহমদ, বালাগঞ্জ-ওসমানীনগর ফুটবল খেলোয়ার কল্যাণ সমিতির সভাপতি আক্তার আলী, বালাগঞ্জ-ওসমানীনগর ফুটবল খেলোয়ার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জুবেল খান। এসময় বিএফসি ক্লাবের কর্মকর্তা, খেলোয়াড়, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।