বিশ্বনাথে ট্রাক্টরের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে হাতেনাতে ৩ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৫ ইং, ১২:১১ পূর্বাহ্ণ | সংবাদটি ১৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে ধান চাষাবাদের ট্রাক্টরের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে হাতেনাতে তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।(২২ জুন) রোববার রাত তিনটার দিকে উপজেলার লামাকাজী ইউনিয়নের খাজাঞ্চীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এসময় চুরি কাজে ব্যবহৃত একটি নাম্বার বিহীন সিএনজিচালিত অটোরিকশা আটক করা হয়। আটকদের সোমবার দুপুরে বিশ্বনাথ থানা–পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয় জনতা।
আটককৃতরা হলেন, উপজেলার লামাকাজী ইউনিয়নের রায়পুর গ্রামের সোনার আলীর ছেলে সাইদুল ইসলাম (২৫), জমির আলীর ছেলে জাহেদ হোসেন (২৫) ও দোলন মিয়ার ছেলে বিলাল মিয়া (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে খাজাঞ্চীগাঁও গ্রামে ট্রাক্টরের মেশিন খুলে সিএনজিচালিত অটোরিকশায় তুলছিলেন আটক তিনজন। সে সময় স্থানীয় লোকজন তাঁদের হাতেনাতে ধরে ফেলেন। পরে তাঁদের ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাসহ রাতভর আটকে রাখা হয়। সোমবার সকালে পুলিশে খবর দিলে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের থানায় নিয়ে আসে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। চুরির কাজে ব্যবহৃত সিএনজি ও ট্রাক্টরের মেশিন জব্দ করা হয়েছে।’ তাদের তিনজনকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।