বিশ্বনাথে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৫ ইং, ৫:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ১১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে দুবর্ৃৃত্তদের ছোড়া গুলিতে আজিজুর রহমান ওরফে আজিবুর (৪০) আহত হয়েছেন। তিনি উপজেলার দশঘর ইউনিয়নের তিনি নাচুনী গ্রামের মৃত ছিদ্দেক আলীর ছেলে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের লহরী ব্রীজের পাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে ছুটে যান। আহত আজিবুর কে বা কারা গুলি ছুড়লো এসব তথ্য তাৎক্ষনিক তিনি কাউকে বলেন নি। তবে, তিনি দুর্বৃত্তের চিনতে পেরেছেন বলে পুলিশকে জানিয়েছেন।
জানা গেছে, চলন্ত সিএনজি চালিত অটোরিকশা থেকে আজিবুরকে গুলি ছোড়া হয়েছে। তিনি দুর্বৃত্তের ছোড়া গুলিতে বাম হাতে মারাত্মক জখমপ্রাপ্ত হয়েছেন। আজিবুর গ্রামের অদূরে ঘটনাস্থলের পাশেই, মাছ ধরার উদ্দেশ্যে নিজের জমি সেচ করছিলেন। ঘটনার সময় তিনি ও তার কয়েকজন সহযোগী নিয়ে সড়কের পাশে বসে চা পান করছিলেন। অন্যরা ব্যস্ত ছিলেন মাছ ধরা নিয়ে। এসময় একটি চলন্ত সিএনজি অটোরিকসা থেকে গুলি করেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুলিবিদ্ধ আজিবুরকে উদ্ধার করে নিয়ে আসা হয় থানায়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক রাতেই তার বাম হাত থেকে শতাধিক গুলি রেব করে। এসময় আহত আজিবুরের মৌখিক অভিযোগের ভিত্তিতে, তার গাড়ীতে করে আসা বাবুল আহমদ (৩৮) নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে হেফাজতে নেয় পুলিশ। তিনি দশঘর গ্রামের মৃত চমক আলীর ছেলে।
আহত আজিবুরের বলেন, ‘আমরা পাঁঁচ ভাইয়ের মধ্যে চারজনই যুক্তরাজ্য প্রবাসী। দেশে আমি একা থাকি। আমার অনেক শত্রæ আছে। প্রতিপক্ষই আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে। সুস্থ হয়ে তিনি সবার নাম প্রকাশ করবেন বলে জানান।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘চলন্ত গাড়ি থেকে এ যুবককে গুলি করা হয়েছে। ঘটনাকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। মামলার দায়েরের প্রস্তুুতি চলছে বলে তিনি জানান।