বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আহত ৩, বাড়ির গাছ কেটে নেয়ার অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৫ ইং, ৬:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধদের জের ধরে প্রতিপক্ষের লোকজনের হামলায় নারীসহ ৩ জন আহত করা ও বাড়ির গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন-মুর্শেদা বেগম (৩৭), তার স্বামী নোমান আহমদ (৪৫) ছেলে সুলতান আহমদ (১০)। আহতরা এরই মধ্যে গুরুতর আহতরা সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা নেন। গত ১৪ জুন উপজেলার লামাকাজি ইউনিয়নে জাগিরওয়ালা গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।
আহত নোমান আহমদ অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে আমাদের বাড়ির পাশের ঘরের ফারুক আহমদ সারুক, সুজন আহমদ, কাজল আহমদ লোকজনের সঙ্গে জায়গায় জমি নিয়ে বিরোধ চলে আসছে। এনিয়ে আদালতে মামলাও চলামান রয়েছে। আর আদালতে দায়েরকৃত মামলা তুলে নিতে বিভিন্ন সময়ে তারা হুমকি প্রদান করে আসছে। গত ১৪ জুন হঠাৎ করে আমাদের ওপর তারা হামলা চালায়। এতে আমি, আমার স্ত্রী ও ছেলে তাদের হামলায় আহত হই। এসময় আমাদের ঘরের সামনে থাকা বেশ কয়েকটি গাছ জোরপূর্বক কেটে নেয় এবং আমাদের একটি মোবাইল ফোন তারা নিয়ে যায়। কেটে নেয়া গাছগুলোর আনুমানিক বাজারমূল্যে প্রায় দেড় লক্ষ টাকা হবে। বিষয়টি ৯৯৯ প্রথম ফোন করি। পরে থানা পুলিশ আমাদেও বাড়িতে আসে করি। এখন প্রতিপক্ষের লোকজন আমাদের বিভিন্নভাবে হুমকি-দামকি দিয়ে আসছে। তারা এলাকার প্রভাবশালী হওয়া তাদের ভয়ে কেউ কিছু বলতে পারে না। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি।
এব্যাপারে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্ঠা করা হলে তাদের বক্তব্যে নেয়া সম্ভব হয়নি।
এবিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।