সরকারী চাকুরী থেকে অবসর গ্রহণ উপলক্ষে বিশ্বনাথের গোলাম মোস্তফাকে স়ংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৫ ইং, ১২:৩১ পূর্বাহ্ণ | সংবাদটি ৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথের কৃতি সন্তান ও বৈদেশিক ডাক বিভাগ সিলেট এর সুপারভাইজার মোঃ গোলাম মোস্তফা সরকারী চাকুরী থেকে অবসর গ্রহণ উপলক্ষে এক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল (২৭ জুন) বৃহস্পতিবার বিকেলে সিলেটের প্রধান ডাকঘর এর সম্মেলন কক্ষে বৈদেশিক ডাক বিভাগের এর কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডাক এর সিলেট বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল সুজিত চক্রবর্তী।
বৈদেশিক ডাক সিলেট এর সহকারী পোস্টমাস্টার জেনারেল স্বপন কুমার দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম-পোস্টমাস্টার তন্ময় দে চৌধুরী, সিলেট জেলা প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম-পোস্টমাস্টার মধুসূদন বনিক।
লিপ্টন চন্দ্র রায় তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিপুল চন্দ্র মালাকার এবং অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রধান ডাকঘরের সাবেক পোষ্ট মাষ্টার জেনারেল আব্দুল মালেক, শ্রীমঙ্গল ডাকঘরের পোস্টমাস্টার আব্দুল মতিন, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর ডাকঘরের সাবেক পোস্টমাস্টার আব্দুল বারি, আবু তাহের, মকবুল হোসেন, মনোয়ার হোসেন, সাবেরা খাতুন, মুজিবুর রহমান খান পাঠান, জয়নাল আবেদীন প্রমূখ। অনুষ্ঠানে স়ংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারকসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।