বিশ্বনাথে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করলেন ইউএনও সুনন্দা রায়
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৫ ইং, ৫:৩০ অপরাহ্ণ | সংবাদটি ১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলায় ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টসফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)’ এর আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) বেলা ২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সুনন্দা রায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বদিউজ্জামান আহমদের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল হামিদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলার কামাল বাজার ফাজিল মাদরাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ কামরুজ্জামান, রাম সুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, আল-আজম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল আহাদ, ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রউফ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, শিক্ষার্থী মিতা বেগম, আখতার হোসেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী আবদুস সামাদ। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।