বিশ্বনাথ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুত্বে শোক জানিয়েছেন সুহেল চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৫ ইং, ১১:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ১১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ, শিক্ষানুরাগী মোজাহিদ আলীর মৃত্যুত্বে শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
তিনি রবিবার রাতে এক শোকবার্তা বলেন, মোজাহিদ আলীর মৃত্যুত্বে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। মোজাহিদ আলী সিলেট জেলা-বিশ্বনাথ উপজেলা বিএনপির একজন নিবেদিতপ্রাণ, সৎ ও সজ্জন নেতা ছিলেন। তার সুযোগ্য নেতৃত্বে বিশ্বনাথ বিএনপি সংগঠিত ও গতিশীল হয়েছিল। তার মৃত্যুত্বে উপজেলা বিএনপির অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁর শূণ্যতা কখনও পূরণ হওয়ার নয়। মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করেন।
সুহেল চৌধুরী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।