বিশ্বনাথে ইলিয়াস সন্ধান আন্দোলনে ফের মাঠে বিএনপির হাজার হাজার নেতাকর্মী
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৫ ইং, ৭:৩০ অপরাহ্ণ | সংবাদটি ৫৫ বার পঠিত
মোহাম্মদ আলী শিপন,বিশ্বনাথ:: সিলেটের বিশ্বনাথে নিখোঁজ বিএনপির প্রভাবশালী নেতা, সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধান দাবি ও বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আজ শনিবার বিকেলে উপজেলা-পৌর বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে পৌর শহরের রামসুন্দর অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বিশাল মিছিলটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরআগে উপজেলার-পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে দলের দায়িত্বশীলদের নেতৃত্বে বেশ কয়েকটি খন্ড খন্ড মিছিল পৌর এলাকায় অবস্থান করে। পুরো পৌর শহরটি মিছিলের নগরীতে পরিণত হয়। এসময় দলীয় নেতাকর্মীরা বিভিন্ন-স্লোগানে মুখরিত করে রাখেন পুরো পৌরশহর। এ মিছিলে উপজেলা ও পৌর এলাকার কয়েক হাজার ইলিয়াসপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন। মিছিলকারীদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, দলীয় পতাকা, মাথায় ছিল বিভিন্ন রংকের ক্যাপ। পৌর শহরে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে। পৌরশহরটি বিকেলে বিএনপির নেতাকর্মীর দখলে ছিল। আবারও ইলিয়াস নিখোঁজ ইস্যুতে উত্তাল বিশ্বনাথ। এ মিছিলে উপজেলা-পৌর বিএনপি এবং সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও ইলিয়াসপ্রেমী হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি প্রবাসী চক্তরে গিয়ে সমাবেশে মিলিত হন বিএনপি নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেছেন, ইলিয়াস আলীর সাজানো বাগানকে কোন অবস্থাতেই ধংস করা যাবেনা। যারা ইলিয়াস আলীকে নিয়ে ষড়যন্ত্র করছেন তারা ইলিয়াস আলীর হাত ধরে চেয়াম্যান-মেম্বার হয়েছিলেন। আজ বিএনপির নেতাকর্মীরা বিশাল মিছিল করে প্রমাণ করেছে বিশ্বনাথের মাটি ইলয়িাস আলীর ঘাঁটি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কান্ডারী তাহসিনা রুশদীর লুনাকে বিপুল ভোটে নির্বাচিত করে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিবে জনগণ।
উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি হাজী মো. আব্দুল হাই।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডাক্তার মাহবুব আলী জহির, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সৎম্পাদক প্রভাষক মোনায়েম খান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সৎম্পাদক সামছুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমাদউদ্দিন খান চেয়ারম্যান, আব্দুল মোমিন মামুন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম, যুসগ্মম আহবায়ক মুসলিম আলী, যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, নাজিম উদ্দিন পৌর যুবদলের আহবায়ক শাহ আমির আলী, সদস্য সচিব শাহজাহান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুজামান, সাঈদ আহমদ, নুরুজামান জামান, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক এনামুল হক এনাম, সদস্য সচিব দুলাল আহমদ, উপজেলা কৃষক দলের আহবায়ক ইরণ মিয়া মেম্বার, সদস্য সচিব সুমন মিয়া, উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুক আহমদ, মংলা মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা, সদস্য সচিব জাকির হোসেন ইমনসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।