বিশ্বনাথে ছাত্র জমিয়তের মিছিল-ছাত্রসমাবেশ
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৫ ইং, ১০:৩১ অপরাহ্ণ | সংবাদটি ৩২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: জুলাই ছাত্র-গণ অভ্যূত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশ্বনাথে মিছিল ও ছাত্র সমাবেশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া মাদানিয়া বিশ্বনাথ শাখা। আজ মঙ্গলবার বাদ আসর জামিয়া মাদানিয়ার প্রধান ফটক থেকে মিছিল বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসিয়া ব্রিজে ছাত্রসমাবেশে মিলিত হয়।
ছাত্র সমাবেশে সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা হাসান বিন ফাহিমের সভাপতিত্বে ও ছাত্র জমিয়ত জামিয়া শাখার সাংগঠনিক সম্পাদক আনোয়ার পাশার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি, জমিয়তের কেন্দ্রীয় সহ-প্রকাশনা সম্পাদক প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন-চব্বিশের জুলাই ছাত্র-গণ অভ্যূত্থানের নেপথ্যে বড় একটি কারণ ছিলো বিদেশী আধিপত্যবাদ।পরিতাপের বিষয় আমরা নতুন বাংলাদেশেও বিদেশীদের মোড়লিপনা দেখতে পাচ্ছি। পশ্চিমাদের শিকলবন্ধি হওয়ার জন্য আমরা দিল্লি থেকে মুক্ত হই নি।হাজারো জীবন আর অঙ্গহানির বিনিময়ে সফল হওয়া জুলাই অভ্যূত্থানকে ব্যর্থ করার সকল ষঢ়যন্ত্র রুখে দিতে হবে।কোন ভিনদেশী মোড়লি দেশবাসি মানবে না।জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের আঁড়ালো পশ্চিমা আধিপত্য প্রতিষ্ঠার চক্রান্ত বাস্তবায়ন হতে দেয়া হবে না।
বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা কামরুল ইসলাম ছমীম, সহ-সভাপতি মাওলানা নূরুল ইসলাম, যুগ্ন সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, জমিয়ত নেতা ডাক্তার খাইরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি সালমান চৌধুরী, ছাত্র জমিয়ত জামিয়া শাখার সহসভাপতি সুহাইল আহমদ, আল আশরাফ ছাত্র সংসদের জি.এস আব্দুল্লাহ বিন লিটন চৌধুরী প্রমূখ।