বিশ্বনাথে নবাগত এসিল্যান্ডের যোগদান
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৫ ইং, ৮:১৯ অপরাহ্ণ | সংবাদটি ২২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ লুৎফুর রহমান। তিনি (২০ আগষ্ট) বুধবার নতুন কর্মস্থলে যোগদান করেন। বিশ্বনাথে যোগাদানের আগে তিনি সহকারি কমিশনার হিসেবে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে দায়িত্ব পালন করেন। সহকারী কমিশনার হিসেবে বিগত কর্মস্থল সমুহে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্বে পালন করেছেন। নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বিশ্বনাথ উপজেলায় প্রথম কর্মকাল শুরু করেন। নতুন কর্মস্থলে যোগদানকালে তাকে ফুলেল শুভেচ্ছো জানান উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায় ও পৌর সভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বিশ্বনাথ উপজেলায় নব নিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান আগামী দিনগুলোতে তাঁর দায়িত্ব পালনে সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।