বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অটোরিকশা চালকের, আহত ৫
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৫ ইং, ৯:৫৪ অপরাহ্ণ | সংবাদটি ৪০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে ‘সিলেটগামী নোহা (ঢাকা মেট্টো-চ ১৫-২৮০১) ও জগন্নাথপুরগামী সিএনজি চালিত অটোরিকশা (অনটেস্ট)’র মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলের অটোরিকশা চালক নিহত ও নারী-শিশু’সহ ৫ যাত্রী আহত হয়েছে। (১৮ আগষ্ট) সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্বনাথ-রশিদপুর সড়কের বাওনপুর নামক স্থানে মর্মান্তিক দুর্ঘটনাটি সংগঠিত হয়।
সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজি চালিত অটোরিকশা চালকের নাম ইয়াহিয়া মিয়া (২৮)। সে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হবিবপুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত জাহিদ মিয়ার পুত্র। দুঘর্টনার পর বিশ্বনাথ-রশিদপুর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনসাধারণ ও পথচারীদের সহযোগীতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। আহতরা হলেন-বিশ্বনাথ উপজেলার ইলিমপুর গ্রামের সাজ্জাদ মিয়ার স্ত্রী রেহানা বেগম (৪৫) ও কন্যা তোহা বেগম (৮), টেংরা (আলীপাড়া) গ্রামের ব্যাংক কর্মকর্তা জসিম উদ্দিন’সহ আরোও কয়েকজন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা অটোরিকশা সিএনজি ও বিশ্বনাথ থেকে ছেড়ে যাওয়া মাইক্রো (ঢাকা মেট্টো-চ-১৫-২৮০১) গাড়িটি বাওনপুর আসামাত্রই মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশা সিএনজির একটি রড চালকের মাথায় ঢুকে ঘটনাস্থলেই প্রাণ হারায়। এ ঘটনায় অনেকক্ষণ সড়কে যান চলাচল করতে পারেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠায়। দুমড়ে-মুছড়ে যাওয়া দুটি গাড়ি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।
সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিক্সা চালকের মৃত্যু ও আরোও কয়েক জন আহত হওয়ার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগীতায় সবাইকে হাসপাতালে প্রেরণ করা হয়। সড়কে থাকা যানজট দূর করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। দুঘর্টনায় কবলিত দুটি গাড়িই পুলিশের জিম্মায় রয়েছে বলে তিনি জানান।