বিশ্বনাথে আল-হেরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৫ ইং, ১২:২৭ পূর্বাহ্ণ | সংবাদটি ৩৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ পৌর শহরের আল-হেরা শপিং সিটি ব্যবসায়ী সমিতি নতুন কমিটি গঠনের উপলক্ষে আজ সোমবার বাদ এশা আল-হেরা শপিং সিটি নিচ তলায় এক সভা অনুষ্ঠিত হয়।
আল হেরা শপিং সিটির ব্যবসায়ী কাজী মাওলানা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও ব্যবসায়ী আব্দুস সোবহানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী নানু মিয়া, মো. শানু মিয়া, আব্দুস সামাদ জামাল, দিলোয়ার হোসেন সজিব, মো. ফখরুদ্দিন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ব্যবসায়ী লায়েক আহমেদ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা কমিটির সদস্য মিজানুর রহমান মিজান। সভায় ব্যাপক আলাপ-আলোচনার মাধ্যমে আল-হেরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির ২০২৫-২০২৭ সালের উপদেষ্টা কমিটি ও ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
উপদেষ্ঠা কমিটির সদস্যরা হলেন-কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, আব্দুস সোবহান, নানু মিয়া, মিজানুর রহমান, মো.আনোয়ার মিয়া, মো. দুলাল মিয়া, মো. রাজিউর রহমান।
কার্যকরী কমিটির দায়িত্বশীলরা হলেন- সভাপতি তারেক আহমদ খজির, সহ-সভাপতি শানু মিয়া, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ জামাল, সহ সাধারণ-সম্পাদক দিলোয়ার হোসেন সজিব, সাংগঠনিক সম্পাদক মো. ফখরুদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন বাবলু, প্রচার সম্পাদক জুবেল আহমদ, দপ্তর সম্পাদক জুবের আহমদ, অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম, সমাজ সেবা সম্পাদক আমীর আলী, সদস্য শাহ মো. সেবুল মিয়া, হাফিজুর রহমান লিটন, মুরাদ হাসান জামাল, আমজদ আলী হোসাইন, শাহ মো. জাহেদ আহমদ।