বিশ্বনাথে জুলাই গণঅভ্যুত্থান জুলাই যোদ্ধাদের সম্মিলন
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৫ ইং, ৫:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ২৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়’র সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম’র পরিচালনায় অনুষ্ঠানের বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, থানা ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এনামুল হক চৌধুরী, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা নায়েবে আমির অধ্যাপক আবদুল হান্নান, পৌর বিএনপির সভাপতি আবদুল হাই, বিশ্বনাথ খেলাফত মজলিসের সাধারন সম্পাদক হাবিবুর রহমান।
জুলাই যোদ্ধাদের মধ্যে বক্তব্য দেন, সাংবাদিক মোশাহিদ আলী, শিক্ষার্থী ফয়ছল আহমদ, লায়েক আহমদ, রাহিদ আহমদ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানামাহমুদুদর রহমান মিলাদ।
এরআগে জাতীয় সংগীত পরিশেন এবং জুলাই গণঅভুভ্যত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে জুলাই যোদ্ধাদের উত্তরীয় পরিধান ও সম্মাননা স্মারক দেওয়া হয়।
এসময় সিলেট জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা জামায়াতে আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, নায়েবে আমীর মুহাম্মদ এমাদ উদ্দিন, বিশ্বনাথ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা উবায়দুল হক, উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন জুনেদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, জুলাই যোদ্ধা আমজদ আলী, মাসুদ রানা চৌধুরী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।