বিশ্বনাথে পানিতে ডুবে প্রতিবন্ধি যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৫ ইং, ২:৩১ অপরাহ্ণ | সংবাদটি ২৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে খালের পানিতে ডুবে বাক প্রতিবন্ধী কফিল উদ্দিন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রামের ফজর উদ্দিনের ছেলে। মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, খালের পানিতে ডুবে মারা যাওয়া কফিল উদ্দিন একজন বাক প্রতিবন্ধি ছিলেন। আজ মঙ্গলবার সকালে বাড়ির পাশে একটি খালের পানিতে তার মৃতদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে সকাল সাড়ে ৭টার দিকে যেকোনো এক সময় ওই খালে পানিতে সে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে খুজতে গিয়ে খালের পানিতে তার মৃতদেহ পান। পরে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।