পঞ্চমবারের মতো বর্ষসেরা মেসি
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০১৬ ইং, ১২:২৩ অপরাহ্ণ | সংবাদটি ৫৮৫ বার পঠিত
নিউজ ডেস্ক:: ২০১৫ সালের ফিফা ব্যালন ডি আর পুরস্কার জিতেছেন বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসি। পঞ্চমবারের মতো বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতলেন আর্জেন্টাইন এই তারকা। এর আগে ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত টানা চারবার পুরস্কারটি জিতেছিলেন তিনি।
সুইজারল্যান্ডের জুরিখে সোমবার জমকালো এক অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কারটি তুলে দেয় ফিফা কর্তৃপক্ষ।
২০০৯ সালে ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি’ অর পুরস্কার আলাদাভাবে জিতেছিলেন মেসি। পরে টানা তিন বছর একীভূত ফিফা ব্যালন ডি’অর জিতে প্রথম ফুটবলার হিসেবে টানা চারবার বর্ষসেরা হওয়ার ইতিহাস গড়েন এই আর্জেন্টাইন তারকা। পরের দুই বছর ব্যালন ডি অর জিতেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
গত বছরে সব মিলিয়ে ৬১ ম্যাচ খেলে ৫২ গোল করেন মেসি। সতীর্থদের দিয়ে ২৬টি গোল করানও তিনি। গত বছরের মতো এবারও মেসির চেয়ে এগিয়ে ছিলেন রোনালদো, দেশ ও ক্লাবের হয়ে ৫৭ ম্যাচে ৫৭টি গোলের রেকর্ড রয়েছে তার। এ সময়ে সতীর্থদের দিয়ে ১৭টি গোল করান রোনালদো।
তবে গোলের দিক থেকে পিছিয়ে থাকলেও মেসি অনন্য। কারণ আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তার জয়সূচক গোলেই লিগ শিরোপা নিশ্চিত হয় বার্সেলানার। এ ছাড়া ফুটবলের মাঠে গত বছর মেসির বিভিন্ন লড়াই বেশ উৎসাহব্যঞ্জক।
২০১০ সাল থেকে ফিফার বর্ষসেরা পুরস্কারের সঙ্গে একীভূত হয়ে এর নাম হয় ফিফা ব্যালন ডি’অর।
ব্যালন ডি’অর পুরস্কারের জন্য ফিফার ২০৯টি সদস্য দেশের জাতীয় দলের অধিনায়ক, কোচ ও একজন ক্রীড়া সাংবাদিক ভোট দিয়ে থাকেন। ফিফা ফুটবল কমিটির সদস্যরা এবং ফ্রান্স ফুটবলের একটি বিশেষজ্ঞ দল যৌথভাবে ২৩ জন পুরুষ খেলোয়াড়ের একটি সংক্ষিপ্ত তালিকা করেন। সেখান থেকে ভোটাররা তাদের শীর্ষ তিনজনকে বাছাই করে ভোট দেন। প্রত্যেক ভোটার নিজের প্রথম (৫পয়েন্ট), দ্বিতীয়(৩ পয়েন্ট) ও তৃতীয়(১ পয়েন্ট) পছন্দের খেলোয়াড়কে ভোট দেন। তাদের ভোট জনসমক্ষে প্রকাশ করে চূড়ান্ত হয় তিনজনের সংক্ষিপ্ত তালিকা।
এবারের তালিকায় ছিলেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার।