নাজিরবাজারে ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০১৫ ইং, ৮:৫২ অপরাহ্ণ | সংবাদটি ১১৮৪ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রেজারার মো. মিছবা উদ্দিন বলেছেন, ঐতিহ্যবাহী খেলা ফুটবল। এ খেলাকে ধরে রাখতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, খেলা ধুলায় শরীর ও মন কে ভাল রাখে। পড়ালেখার পাশাপাশি খেলা ধুলা করা দরকার। মিছবা উদ্দিন বলেন, গ্রামাঞ্চলে ফুটবল টুর্নামেন্ট বেশী বেশী আয়োজন করে ফুটবল কে এগিয়ে নিতে হবে। শুক্রবার বিশ্বনাথের নাজিরবাজারস্থ পশ্চিমের মাঠে নাজিরবাজার ক্রীড়া সংস্থা আয়োজিত ৪র্থ মাতৃভাষা ফুটবল টুর্নামেন্টের শেষ সেমি ফাইনাল খেলা পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
টুর্নামেন্ট পরিচালানা কমিটির সভাপতি শহিদুল ইসলাম সাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম রুনু’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ ব্যবসায়ী নূরুল ওয়াছে আলতাফী কালাম, আব্দুন নূর, ক্রীড়ানুরাগী শাহ ফয়েজ আহমদ সেবুল, জামাল আহমদ, আখতার হোসেন, জাহাঙ্গীর হোসেন, আব্দুল মান্নান রিপন, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, ক্রীড়ানুরাগী সফিক আহমদ, আসাদুজামান নূর আসাদ, সেলিম আহমদ, আনোয়ার হোসেন, আব্দুল মোমিন নোমান, নাজমুল হক, শাহ জসি, মুজিবুর রহমান মঞ্জু প্রমুখ। সেমিফাইনাল খেলায় ইয়াং ইলিভেন স্টার ফুটবল দল তাজপুর কে ২-০ গোলে হারিয়ে ফাইনাল খেলার গৌরব অর্জন করে শাহ ইউনাইটেড ফুটবল দল নাজিরবাজার।