ভক্তদের তোপের মুখে জয়া আহসান
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০১৫ ইং, ৭:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ৯০০ বার পঠিত
নিউজ ডেক্স::বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় দলের সমর্থন করায় ভক্তদের তোপের মুখে পড়েছেন অভিনেত্রী জয়া আহসান।
বাংলাদেশ বনাম ভারতের কোয়ার্টার ফাইনাল খেলা নিয়ে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘কোয়ার্টার ফাইনাল খেলায় বাংলাদেশ জিতলে খুশি হতাম। তবে বাংলাদেশ হেরে যাওয়াতে আমি ভেঙে পড়িনি। পাশাপাশি ভারতের দলটিও আমার প্রিয়। ফলে সেমিফাইনালে আমি তাদের সমর্থন করব।’
জয়ার এমন মন্তব্যে ভক্তরা ক্ষেপেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ভক্তরা বিরুপ মন্তব্য করেছেন। অনেকেই বলেছেন, কলকাতার চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে দেশের স্বার্থ বিসর্জন দিতে বসেছেন তিনি।
জয়া আহসান এখন সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনী’ চলচ্চিত্রের কাজে কলকাতায় অবস্থান করছেন।