প্রীতি ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স-ব্রাজিল
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০১৫ ইং, ৫:২১ অপরাহ্ণ | সংবাদটি ১১৩২ বার পঠিত
নিউজ ডেক্স::বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত রাত দুইটায় প্যারিসে এক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ব্রাজিল। ১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ফ্রান্সের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর এই প্রথম প্যারিসের মাঠে মুখোমুখি হতে যাচ্ছে দুই বিশ্বচ্যাম্পিয়ন।
প্রীতি ম্যাচ হলেও বৃহস্পতিবার দুই দলের খেলায় উত্তাপ ছড়াবে বলেই বিশ্বাস। ১৯৯৮ বিশ্বকাপের ফ্রান্স ও ব্রাজিল দলের দুই অধিনায়ক এবার কোচের ভূমিকায় একে অপরের মুখোমুখি হবেন। সেবার শিরোপা জয় করা ফরাসি অধিনায়ক দিদিয়ের দেশম এখন রয়েছেন করিম বেনজেমাদের কোচের ভূমিকায়। আর ৩-০ গোলে হেরে মাথা নিচু করে মাঠ ছাড়া কার্লোস দুঙ্গা নেইমারদের কোচের দায়িত্ব পালন করছেন। ম্যাচটা যেমন ফ্রান্স বনাম ব্রাজিলের, ঠিক তেমনি দেশম বনাম দুঙ্গাও।
১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে হেরে ৩-০ ব্যবধানে হেরে যাওয়ার পর ২০০৬ বিশ্বকাপে সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু কোয়ার্টার ফাইনালে জিনেদিন জিদানের ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিলিয়ানারা। প্রীতি ম্যাচ হলেও ব্রাজিলিয়ানরা প্রতিশোধ নেয়ার এই সুযোগ হয়তো মিস করতে চাইবেন না।
ব্রাজিল দলে তারকার অভাব নেই। নেইমার, ডেভিড লুইস, থিয়াগো সিলভা, অস্কার, হাল্কদের মতো বিশ্বমানের খেলোয়াড় রয়েছে দুঙ্গার দলে। বিশেষ করে জাতীয় দলের হয়ে খেলা সর্বশেষ ৬ ম্যাচে ৭ গোল করে দুর্দান্ত ফর্মে রয়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচেই করেন চার গোল।
ফ্রান্সের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল দলের জন্য স্বস্তির ব্যাপার হলো- এর আগে ২০১৩ সালে দুই দলের সর্বশেষ সাক্ষাতে ঘরের মাঠে করিম বেনজেমাদের ৩-০ গোলে হারিয়েছেন নেইমাররা। কিন্তু এবার প্রতিপক্ষের মাঠে গিয়ে খেলতে হবে দুঙ্গার দলকে।
অন্যদিকে বিশ্বকাপের পর খেলা ৫ ম্যাচের একটিতেও হারেনি ফ্রান্স। ৩ জয়ের পাশাপাশি দুটিতে ড্র করেছে ফরাসিরা। সর্বশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সুইডেনকে ১-০ ব্যবধানে হারায় ৯৮’র বিশ্বচ্যাম্পিয়নরা।
সম্ভাব্য একাদশ:
ব্রাজিল: দানি আলভেজ, মিরান্ডা, ফিলিপ লুইস, লুইস গুসতাভো, উইলিয়ান, ফার্নানদিনহো, আদ্রিয়ানো, ড্যানিলো, ডেভিড লুইস, অস্কার ও নেইমার।
ফ্রান্স: করিম বেনজেমা, পল পগবা, অ্যান্টনি গ্রিজম্যান, স্যাগনা, ম্যানডান্ডা, মানগালা, ভারানে, কুরজাওয়া, ভালবুয়েনা, গিগন্যাক ও লরিস