সিলেট জেলা পুলিশ লাইন মিলনায়তনের উদ্বোধন করলেন আইজিপি
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০১৫ ইং, ৪:০৬ অপরাহ্ণ | সংবাদটি ১৩৬৭ বার পঠিত
নিউজ ডেক্স::সিলেট জেলা পুলিশ লাইনে ১৫০০ আসনের শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তনের উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক।
শনিবার দুপুরে রিকাবীবাজারস্থ পুলিশ লাইনে ১ কোটি টাকা ব্যায়ে নির্মিত এ মিলানায়তনের উদ্বোধন শেষে সিলেট জেলা কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইজিপি।
এসময় তিনি বলেন, পুলিশকে মানুষ ভয় পায় এবং দূরত্ব রেখে চলে। যা সমাজের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় হয়ে কাজ করে। তিনি বলেন, কিমিউনিটি পুলিশিং ব্যবস্থা পুলিশ ও জনতার মধ্যে সেতুবন্ধন গড়ে তোলতে পারে। এর ফলে সমাজের বিভিন্ন সমস্যার সমাধানের পথ খুজে বের করে দ্রুত ব্যবস্থা নেয়া সম্ভব।
সিলেট জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা পিপিএমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজানুর রহমান, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. কামরুল আহসান, শহীদ এসপি এম. শামসুল হকের সহধর্মীনী শামসুন্নাহার রহমান, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, শিক্ষাবিদ ড. কবির আহমদ ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক মাসুক উদ্দিন আহমদ। সভার আগে পুলিশ সদস্যরা কমিউনিটি পুলিশিংয়ের থিম সঙ্গীত পরিবেশন করেন।