বিশ্বনাথে মোটর সাইকেলের ধাক্কায় শিশু আহত
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০১৫ ইং, ১১:৩২ অপরাহ্ণ | সংবাদটি ৫৭৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু আহত হয়েছে। সে উপজেলার পুর্ব আলাপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে মুন্না বেগম (৮)। সোমবার বিকেল ৫টায় কালিগঞ্জ-সদুর গাও সড়কের আলাপুর গ্রামের সাইফুল ইসলামের বাড়ীর সামনে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, বিশ্বনাথ বাজারের ব্যবসায়ী মৌরশ আলী তার ব্যবহৃত মোটর সাইকেল নিয়ে ঐ রাস্তা দিয়ে যাওয়ার পথে পূর্ব আলাপুর সাইফুল ইসলামের বাড়ী সামনে আসা মাত্র বাড়ীর ভিতর থেকে শিশুটি দৌড় দিয়ে মোটরসাইকেলের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে মৌরশ আলী বলেন, আমার মোটরসাইকেল নিয়ে ঐ রাস্তা দিয়ে যাওয়ার পথে শিশু দৌড় দিয়ে আমার মোটর সাইকেলে ধাক্কা খেয়ে পড়ে যায়। পরে শিশুটিকে তার পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে যায়।