পিকআপ ভ্যান-অটোরিকশায় সংঘর্ষ, নিহত ১
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০১৫ ইং, ১২:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ৬১৩ বার পঠিত
নিউজ ডেক্স::সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাস স্ট্যান্ড এলাকায় একটি পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় পিকাআপ ভ্যানের চাপায় এক অটোরিকশা যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সকাল ১১টায় দিকে কুমারগাঁও বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।নিহতের নাম- সোনাফর আলী। তিনি সদর উপজেলার কালারুখা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১১টায় দিকে কুমারগাঁও বাস স্ট্যান্ডে টুকেরবাজারগামী একটি পিকআপ ভ্যান সিলেটগামী একটি সিএনজি অটোরিকশাকে (সিলেট-থ-১১-৮২৫৯) চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে সোনাফর আলী মারা যান।
জালালাবাদ থানার এসআই জাকির এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।